কলকাতা, 25 অক্টোবর : মহাষ্টমীতেও কোরোনায় মৃত্যু হল এক চিকিৎসকের ৷ এদিকে কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে চিকিৎসকদের মৃত্যুর তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে । এখনও পর্যন্ত রাজ্যে 62 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ।
ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)-এর তরফে জানা গেছে, মহাষ্টমীর দিন উত্তর 24 পরগনার বারাসতের একটি বেসরকারি কোরোনা হাসপাতালে এক চিকিৎসকের মৃত্যু হয় ৷ বয়স হয়েছিল 65 ৷ কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল ৷
ESI হাসপাতালে কর্মরত ছিলেন এই চিকিৎসক । অ্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসারের দায়িত্বে থাকাকালীন তিনি অবসর নেন । চিকিৎসকদের এই সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যে শুধুমাত্র চিকিৎসকরা কোরোনায় মারা যাচ্ছেন না, নার্স এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীদেরও মৃত্যু হচ্ছে ৷
কোরোনা সংক্রমণের হার আরও বেড়ে গেলে চিকিৎসক, নার্স এবং বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মীর মৃত্যুর হারও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ।
কয়েকদিন ধরেই রাজ্যে দৈনিক সংক্রমণ 4 হাজারের উপর রয়েছে ৷ 24 অক্টোবরে মহাষ্টমীর দিন রাজ্যে 4 হাজার 148 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ।