কলকাতা, 2 অক্টোবর : উত্তরপ্রদেশে যুবতির উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ শহরের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল হল। শ্যামবাজারে বাম ছাত্র সংগঠন SFI, বউবাজারে কংগ্রেস এবং হাজরায় দক্ষিণ কলকাতা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবিতে সরব হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । শ্যামবাজার, বউবাজার এবং হাজরায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলও দাহ করা হয়।
উত্তরপ্রদেশের হাথরসে রাহুল গান্ধিসহ কংগ্রেস নেতৃত্বের উপর পুলিশি হেনস্থার প্রতিবাদে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি হয় । রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি । হাথরসের ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে আগামীকাল শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনগুলি । রাজ্যের সবকটি দলের পক্ষ থেকেই উত্তরপ্রদেশের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে । বামফ্রন্টসহ কংগ্রেস এবং শাসক দল তৃণমূল কংগ্রেস একযোগে BJP-র বিরুদ্ধে সরব হয়েছে ।
RSP-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরি বলেন, উত্তরপ্রদেশে যা হচ্ছে তা চরম নিন্দনীয় । পশ্চিমবঙ্গেও অনুরূপ দুরাবস্থা 2011 সালের পর থেকে ধারাবাহিকভাবে চলছে বলে অভিযোগ করেন তিনি । পশ্চিমবঙ্গে অগণিত নারী ধর্ষণ ও হত্যা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ।