কলকাতা, 31 অগস্ট: সাধারণ মানুষের পাশে থাকতে একটি সর্বক্ষণের ফোন নম্বর চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । 7887778877 এই নম্বরটিকে সাধারণ মানুষকে সাহায্যের জন্য দেওয়া হয়েছিল । রাজ্যের যে কোনও প্রান্তে যে কোনও অসুবিধায় সাহায্যের জন্য ফোন করা যায় এই নম্বরে । শাসকদলের তরফ থেকে এই নম্বরে ফোন করলে দেওয়া হয় সহায়তা । এবার এই নম্বরে ফোন করে বিনামূল্যে চিকিৎসা পেয়ে জীবন বাঁচলো একরত্তির ।
খেলতে খেলতে লকেট গিলে ফেলেছিল উলুবেড়িয়ার কালীনগর এলাকার এক শিশু । উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিশুটির অবস্থা দেখে তাকে পিজিতে রেফার করা হয় । সেখান থেকে এক যুবনেতার সঙ্গে যোগাযোগ করে 'এক ডাকে অভিষেকে ফোন' করে সাহায্য চায় ওই শিশুটির পরিবার । এরপর থেকে ওই শিশুটির যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেই ।
প্রথমেই শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউ বেডের ব্যবস্থা করা হয় । তারপর শুরু হয় অপারেশন ৷ শিশুটিকে সুস্থ করা পর্যন্ত চিকিৎসার সমস্ত খরচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ৷ সুস্থ হওয়ার পর শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয় ।