পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনায় মৃত্যুর আড়ালে খুন! গ্রেপ্তার ক্যাব চালক - পুলিশ

21 জুলাই রাতে খিদিরপুরে এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । আপাতদৃষ্টিতে এই ঘটনা 'দুর্ঘটনা' বলে মনে হলেও তদন্তের শেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর এক তথ্য । দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে । লালবাজারের তদন্তে উঠে আসে এই তথ্য । আর সেই তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হল অভিযুক্তকে ।

MURDER

By

Published : Jul 27, 2019, 6:13 PM IST

কলকাতা, 27 জুলাই : খিদিরপুরে এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । আপাতদৃষ্টিতে এই ঘটনা 'দুর্ঘটনা' বলে মনে হলেও তদন্তের শেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য । দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে । আর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ।

21 জুলাই রাতে দিলীপ রাম নামে এক ক্যাব চালক কার্লমার্কস সরণিতে সঞ্জয় হালদার নামে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন । মাথায় গুরুতর চোট পান সঞ্জয় । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি । তড়িঘড়ি CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় । সেই সূত্রেই তদন্ত করছিল লালবাজার ।

তদন্তকারীরা জানতে পারেন, ঘটনার কিছুক্ষণ আগেই একটি পেট্রল পাম্পে সঞ্জয় এবং দিলীপের মধ্যে বচসা হয় । তখনই দানা বাঁধে সন্দেহ । পেট্রল পাম্পের CCTV ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় খবর ঠিক । তারপরই ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা । আর তাতেই যবনিকা ওঠে দিলীপের কুকর্মের । দেখা যায়, এটি কোনও দুর্ঘটনা নয় । ইচ্ছাকৃতভাবেই সঞ্জয়ের মোটরবাইকে সজোরে ধাক্কা মারছে দিলীপের গাড়ি ।

বিষয়টি পরিষ্কার হওয়ার পর আজই লালবাজারের তরফে দিলীপকে গ্রেপ্তার করা হয় । খুনের মামলা রুজু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দিলীপ তাঁর পরিকল্পনামাফিক খুনের কথা স্বীকার করেছে‌ন ।

ABOUT THE AUTHOR

...view details