কলকাতা, 27 জুলাই : খিদিরপুরে এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির । আপাতদৃষ্টিতে এই ঘটনা 'দুর্ঘটনা' বলে মনে হলেও তদন্তের শেষে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য । দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবেই খুন করা হয়েছিল ওই ব্যক্তিকে । আর এই ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ।
21 জুলাই রাতে দিলীপ রাম নামে এক ক্যাব চালক কার্লমার্কস সরণিতে সঞ্জয় হালদার নামে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন । মাথায় গুরুতর চোট পান সঞ্জয় । ঘটনাস্থানেই লুটিয়ে পড়েন তিনি । তড়িঘড়ি CMRI হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয় । সেই সূত্রেই তদন্ত করছিল লালবাজার ।