পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উৎসবের মরশুমে একগুচ্ছ স্পেশাল ট্রেন - বিকানের কলকাতা সুপারফাস্ট উইকলি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন

যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের তরফে একগুচ্ছ ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের ৷

স্পোশাল ট্রেন
স্পোশাল ট্রেন

By

Published : Oct 16, 2020, 10:21 PM IST

Updated : Oct 16, 2020, 10:33 PM IST

কলকাতা, 16 অক্টোবর : শুরু হয়েছে উৎসবের মরশুম ৷ ক্রমশই বাড়ছে যাত্রী সংখ্যা ৷ তাই যাত্রী সুবিধার্থে পূর্ব রেলের তরফে একগুচ্ছ ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের ঘোষণা করা হল ।

এক নজরে পূর্ব রেলের স্পেশালগুলির তালিকা:-

  • ট্রেন নম্বর 02988, আজমেঢ় শিয়ালদা সুপারফাস্ট ফেস্টিভাল স্পেশাল ট্রেন ৷ ডানকুনি হয়ে যাতায়াত করবে । 20 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত ট্রেনটি প্রতিদিন বেলা 12:45 মিনিটে আজমের থেকে ছাড়বে ৷ পরেরদিন বিকেল 4টের সময় শিয়ালদা পৌঁছবে ।
  • ট্রেন নম্বর 02987, শিয়ালদা আজমেঢ় সুপারফাস্ট ফেস্টিভাল স্পেশাল ট্রেন ৷ এটিও ডানকুনি হয়ে যাতায়াত করবে । 20 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন ট্রেনটি শিয়ালদহ থেকে রাত 10 টা 55 মিনিটে ছাড়বে এবং যাত্রার তৃতীয় দিনে রাত 2.45 মিনিটে আজমের পৌঁছবে ।
  • ট্রেন নম্বর 02495, বিকানের কলকাতা সুপারফাস্ট উইকলি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনটি ডানকুনি হয়ে যাতায়াত করবে । 22 অক্টোবর থেকে 26 নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ভোর 5.20 মিনিটে ট্রেনটি বিকানের থেকে ছাড়বে এবং পরের দিন বেলা 11.15 মিনিটে কলকাতা পৌঁছাবে ।
  • অন্যদিকে ট্রেন নম্বর 02496, কলকাতা বিকানের উইকলি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন ৷ 23 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত ট্রেনটি প্রতি শুক্রবার রাত 10:45 মিনিটে কলকাতা থেকে ছাড়বে এবং যাত্রার তৃতীয় দিন ভোর 5. 50 মিনিটে বিকানের পৌঁছাবে ।
  • ট্রেন নম্বর 02305, হাওড়া নিউ দিল্লি রাজধানী উইকলি স্পেশাল ট্রেনটি পাটনা হয়ে যাতায়াত করবে । 20 ডিসেম্বর থেকে আগামী ঘোষণা পর্যন্ত ট্রেনটি প্রতি রবিবার বেলা 2.05 মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 10টার সময় দিল্লি পৌঁছবে ।
  • ট্রেন নম্বর 02306, নিউ দিল্লি হাওড়া রাজধানী উইকলি স্পেশাল ট্রেনটি পাটনা হয়ে যাতায়াত করবে । 25 ডিসেম্বর থেকে ট্রেনটি প্রতি শুক্রবার বিকেলে 4.55 তে রওনা হয়ে পরের দিন বেলা 12.15 মিনিটে হাওড়া পৌঁছাবে।
Last Updated : Oct 16, 2020, 10:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details