পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল থেকে ফেরার পথে উধাও, পরে খুঁজে পেল পুলিশ - boy missing

স্কুল ছুটির পর কলকাতার এক নামী স্কুলের ছাত্র দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের তরফে মিসিং ডায়েরি করা হয় । পরে রাত সাড়ে আটটা নাগাদ তাকে খুঁজে পায় পুলিশ ।

ছবিটি প্রতীকী

By

Published : Nov 18, 2019, 10:21 PM IST

কলকাতা, 18 নভেম্বর : স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছিল কলকাতার এক নামী স্কুলের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া । পরে রাত সাড়ে আটটা নাগাদ তাকে খুঁজে পায় পুলিশ । ঘটনাটি বেনিয়াপুকুর থানা এলাকার । পরিবারের প্রাথমিক সন্দেহ, অপহরণ করা হয়েছিল ছেলেটিকে । থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল ।

কলকাতার সেন্ট জেমসের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া অক্ষত গুপ্তা আজ সকালে স্কুল গিয়েছিল । স্কুল থেকে পুল কারে প্রতিদিন বাড়ি ফেরে সে । কিন্তু আজ অক্ষত পুল কারে বাড়ি ফেরেনি । পরিবারের তরফে স্কুলে যোগাযোগ করা হয় । তখন স্কুল থেকে জানানো হয়, অক্ষত পুল কারে ওঠেইনি । এরপর ফুলবাগান থানায় যায় অক্ষতের পরিবার । সেখান থেকে বেনিয়াপুকুর থানায় গিয়ে মিসিং ডায়েরি করে পরিবার । পুলিশ তদন্তে নেমে রাত সাড়া আটটা নাগাদ তাকে খুঁজে পায় ।

তবে, অক্ষতকে অপহরণ করা হয়েছিল, না এর পেছনে অন্য কোনও বিষয় ছিল তা খতিয়ে দেখছে পুলিশ । তদন্তে সাহায্য নেওয়া হচ্ছে স্কুল সংলগ্ন এলাকার CCTV ফুটেজের ।

ABOUT THE AUTHOR

...view details