কলকাতা, 15 জুলাই : একাধিক টেস্টের রিপোর্ট বলছে, ক্যান্সার নয় । অথচ, মানতে চাইছেন না চিকিৎসকরা । কারণ, এভাবে অগ্ন্য়াশয়ের নিচের দিকে পচন ধরে জলভরা তালশাঁসের মতো হয়ে ওঠার বিষয়টি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে না । এরপর চলে আরও পরীক্ষা-নিরীক্ষা । যার জেরে, পাওয়া গেল অগ্ন্য়াশয়ের বিরল ক্যান্সারের খোঁজ । অবশেষে, অস্ত্রোপচার করে 69 বছরের বৃদ্ধাকে প্রাণে বাঁচালেন চিকিৎসকরা । ঘটনা কলকাতার ।
গত মার্চ মাসের মাঝামাঝি সময় গড়িয়ার বাসিন্দা আরতি জানার পেটে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে । তাঁকে ভরতি করানো হয় বেসরকারি একটি হাসপাতালে । সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান ওষুধের মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন বৃদ্ধা । চলতে থাকে ওষুধ । এর মাস খানিক পরে ফের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তাঁর । ওষুধে কাজ না হওয়ায় অন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় রোগীকে । আলট্রাসনোগ্রাফি এবং সিটি স্ক্যান করা হয় । এই দুই টেস্টের রিপোর্টে জানানো হয়, বৃদ্ধা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত । দেখেশুনে, অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানান চিকিৎসকরা । এই সময় অন্য এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । আলট্রাসনোগ্রাফি এবং সিটি স্ক্যানের রিপোর্ট দেখে সন্দেহ হয় তাঁর । এন্ডো- আলট্রাসনোগ্রাফি করানো হয়। এই টেস্টের রিপোর্টও বলে, ক্যান্সার নয় ।
মানতে নারাজ এই চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন । তিনি বলেন, "পচে যাওয়া প্যানক্রিয়াসের নিচের অংশ জলভরা তালশাঁসের মতো হয়ে গিয়েছিল। এন্ডো-আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট-ও বলল, এটা ক্যান্সার নয়, প্যানক্রিয়াসের পচন। রেডিওলজির তিনটি পরীক্ষায় ক্যান্সার বলা না হলেও, ফ্লুইড স্টাডিতে কিছু ক্যান্সার সেল মার্কারের খোঁজ পাওয়া গেছে । এটা অনেকটা বেশি হওয়ায় সন্দেহ প্রগাঢ় হল, এটা একটি সিস্টিক প্যানক্রিয়াটাইটিস টিউমার। এটা সাধারণ প্যানক্রিয়াস ক্যান্সারের মতো নয় ।"
এই সন্দেহের জেরে আবার একটি সিটি স্ক্যান করানো হয় । তাও সন্দেহ থেকে যায় । এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত নিলেন, প্যানক্রিয়াসে পচন এবং ক্যান্সার, এই দুটোই থাকতে পারে । আর, সমস্যা এখানেও । কারণ, এই দুই ক্ষেত্রের চিকিৎসা পুরোপুরি আলাদা । চিকিৎসক শুদ্ধসত্ত্ব সেন বলেন,"প্যানক্রিয়াসে পচন থাকলে নেক্রোসিস টিস্যুগুলি বাদ দিয়ে বাইপাস করে দেওয়া হবে । এর চিকিৎসা এখানেই শেষ । কিন্তু, যদি ক্যান্সার থাকে, তাহলে বাইপাস করলে অসম্পূর্ণ সার্জারি হবে । এবং ক্যান্সার ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে । অনেক ভাবনা-চিন্তা, আলোচনা করে স্থির করা হয়, এই রোগীর স্প্লিন, প্যানক্রিয়াসের লেজের দিকের পচে যাওয়া অংশ, জলভরা তালশাঁসের মতো হয়ে ওঠা টিউমার, সব বাদ দেওয়া হবে অপারেশনের মাধ্যমে । এ দিকে, শেষের সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায়, রক্তের প্রধান দুটি নালীকেই ধরে নিয়েছে টিউমার, প্রায় খেয়ে ফেলেছে ।"