কলকাতা, 2 মে : NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে ফের কোরোনা আক্রান্তের মৃত্যু। হাসাপাতাল সূত্রে খবর, এখানকার ন'জন রোগীর শরীরে COVID-19-র খোঁজ পাওয়া গেছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, 28 এপ্রিল নিউমার্কেট এলাকার এক বাসিন্দাকে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করানো হয়েছিল। তাঁর জ্বর, সর্দি-কাশির সমস্যা থাকায় চিকিৎসকদের সন্দেহ হয়। 30 এপ্রিল এই ব্যক্তির সোয়াবের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছিল। এরপর তাঁর মৃত্যু হয়। আজ জানা গেছে, ব্যক্তি COVID-19 পজ়িটিভ ছিলেন।
পাশাপাশি এই হাসপাতালে বাকি যে আটজন রোগীর শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে, তাঁদের মধ্যে ছ'জন এখানকার গাইনি বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন। অন্য দুই রোগীর মধ্যে একজনকে ভরতি করানো হয়েছিল আইসোলেশন ওয়ার্ডে, অন্যজনকে মেডিসিন বিভাগের ওয়ার্ডে। এই আটজন রোগীর ক্ষেত্রেও কোরোনার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি-কাশি দেখা দেয় । তাঁদের প্রত্যেকের সোয়াবের নমুনা 30 এপ্রিল সংগ্রহ করা হয়েছিল। আজ জানা গেছে, এই আটজন রোগীও COVID-19 পজ়িটিভ ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, যে ছ'জন রোগী এখানকার গাইনি বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন, তাঁদের মধ্যে চারজনকে গত 30 এপ্রিল এই হাসপাতালে ভরতি করানো হয়েছিল। এই চারজন ফুলবাগান, গার্ডেনরিচ, কলকাতা লেদার কমপ্লেক্স, জোড়াসাঁকো থানা এলাকার বাসিন্দা । গাইনি বিভাগে ভরতি হওয়া অন্য দুই রোগীর মধ্যে একজন তালতলা এলাকার বাসিন্দা। এই যুবতিকে 29 এপ্রিল ভরতি করানো হয়েছিল। অন্যজন এন্টালি থানা এলাকার বাসিন্দা। 24 এপ্রিল ভরতি হয়েছিলেন এই যুবতি ।
বাকি দু'জনের মধ্যে একজন এন্টালি থানা এলাকার বাসিন্দা । তাঁকে 29 এপ্রিল আইসোলেশন ওয়ার্ডে ভরতি করানো হয়েছিল। অন্যজন রাজারহাট এলাকার বাসিন্দা। 23 এপ্রিল তাঁকে এখানকার মেডিসিন বিভাগের ওয়ার্ডে ভরতি করা হয় । এই কোরোনা আক্রান্তদের সংস্পর্শে হাসপাতালের কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এসেছেন, তাঁর তালিকা তৈরি করা হচ্ছে । এর মধ্যে কারা কারা কোয়ারানটিনে যাবেন তা নিয়েও আলোচনা চলছে ।