পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্দরের সঙ্গে যুক্ত 9জন কোরোনা আক্রান্ত, বন্ধ প্যাথলজি ল্যাব - Corona situation

যে ন'জন এই মুহূর্তে সংক্রমিত, তাঁদের মধ্যে দু'জন কন্ট্রাক্টচুয়াল প্যাথলজি টেকনিশিয়ান, একজন ডেটা এন্ট্রি অপারেটর, তিনজন হাউজ়কিপিং স্টাফ ও বাকি তিনজন তাঁদের পরিবারের সদস্য । কন্ত্রাকচুয়াল স্টাফ হলেও তাঁদের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে বন্দর কর্তৃপক্ষ । তাঁদের আলিপুর বন্দরের নিজস্ব সেন্টিনারি হাসপাতালে চিকিৎসা চলছে ।

কলকাতা বন্দর
কলকাতা বন্দর

By

Published : May 18, 2020, 10:20 PM IST

কলকাতা, 18 মে : কলকাতা ও হলদিয়া বন্দরের সঙ্গে যুক্ত আরও নয়জন কোরোনায় আক্রান্ত । তাঁদের মধ্যে পোর্ট ট্রাস্টের প্যাথলজি ল্যাবের দু'জন টেকনিশিয়ানও রয়েছেন । কোরোনা সংক্রমণের আতঙ্কে বন্ধ করা হল এই প্যাথলজি ল্যাবটি । এর আগেও বেশ কয়েকজনের সংক্রমণ ধরা পড়েছিল । যদিও বন্দর কর্তৃপক্ষের আশ্বাস তারা সংক্রমণ রোধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ।

পোর্ট ট্রাস্ট সূত্রে খবর, যে ন'জন এই মুহূর্তে সংক্রমিত, তাঁদের মধ্যে দু'জন কন্ট্রাক্টচুয়াল প্যাথলজি টেকনিশিয়ান, একজন ডেটা এন্ট্রি অপারেটর, তিনজন হাউজ়কিপিং স্টাফ ও বাকি তিনজন তাঁদের পরিবারের সদস্য । কন্ত্রাকচুয়াল স্টাফ হলেও তাঁদের চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে বন্দর কর্তৃপক্ষ । তাঁদের আলিপুর বন্দরের নিজস্ব সেন্টিনারি হাসপাতালে চিকিৎসা চলছে । আজ সেই হাসপাতাল পরিদর্শন করেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান এস বালাজি অরুণ কুমার ।

প্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে বন্দর দেশের লাইফলাইনের একটি অঙ্গ । লকডাউন চলার সময়ও বন্দর পুরোদমে তাদের কাজ চালিয়ে গিয়েছে । দেশের বিদ্যুৎ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে প্রয়োজন কয়লা । অন্যদিকে, গৃহস্থলীর জন্য LPG কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না । লকডাউনের মাঝে এই জিনিসগুলোর সরবরাহ ভীষণভাবে জরুরি । সেই গুরুদায়িত্ব তুলে নিয়েছে বন্দর ।

4 এপ্রিল সকালে জানা যায়, নিজামুদ্দিন ফেরত এক ইঞ্জিনিয়র কোরোনায় সংক্রমিত । সেই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে হলদিয়া বন্দরে । যার প্রভাব পড়ে কলকাতা বন্দরেও । অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, হলদিয়া বন্দরের শ্রমিকরা কাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যান । আর তারপর বন্দর স্যানিটাইজ়েশনে হাত দেয় কর্তৃপক্ষ । বন্দরের বিভিন্ন বার্থ, অফিস, এমন কী, ক্যান্টিনকেও স্যানিটাইজ় করা হয় । তারপর প্রত্যেককে কাজে ফিরতে অনুরোধ জানানো হয় । পরে কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ শুরু হয়ে যায় ।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর, পুরো কাজটাই চলছে সামাজিক দূরত্ব মেনে । কলকাতা পোর্ট ট্রাস্ট শ্রমিকদের শরীরের দিকে নজর রাখতে ইতিমধ্যেই বন্দরের ভিতরেই ক্লিনিক তৈরি করা হয়েছে । যেখানে চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফরা কাজ করছেন ।

ABOUT THE AUTHOR

...view details