কলকাতা, 10 অগস্ট : ভুয়ো কল সেন্টার খুলে দেশে ও বিদেশে টেক সাপোর্ট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতে আজ ন'জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ।
পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের ম্যাট্রিক্স বিল্ডিংয়ের দ্বিতীয় ও সপ্তমতলায় অফিস খুলে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করত ধৃত ব্যক্তিরা ৷ বেশ কিছুদিন ধরেই সাইবার ক্রাইম পুলিশের নজরে ছিল এই সংস্থা । মূলত বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ফোন করে টেক সাপোর্ট দেওয়ার আশ্বাস দেওয়া হত এই সংস্থা থেকে । এরপরই তাঁদের থেকে ভিসি ডায়াল সফটওয়্যার ব্যবহার করে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে নেওয়া হত ৷