পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

fake call center : ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা, এক মহিলা-সহ গ্রেফতার 9 - ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা

সল্টলেকের একটি ভুয়ো কল সেন্টার থেকে গ্রেফতার প্রতারণা চক্রের নয় সদস্য ৷ তদন্তে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

প্রতারণা
প্রতারণা

By

Published : Aug 10, 2021, 7:26 PM IST

কলকাতা, 10 অগস্ট : ভুয়ো কল সেন্টার খুলে দেশে ও বিদেশে টেক সাপোর্ট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতে আজ ন'জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ ধৃতদের আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের ম্যাট্রিক্স বিল্ডিংয়ের দ্বিতীয় ও সপ্তমতলায় অফিস খুলে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করত ধৃত ব্যক্তিরা ৷ বেশ কিছুদিন ধরেই সাইবার ক্রাইম পুলিশের নজরে ছিল এই সংস্থা । মূলত বিদেশি নাগরিকদের ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ফোন করে টেক সাপোর্ট দেওয়ার আশ্বাস দেওয়া হত এই সংস্থা থেকে । এরপরই তাঁদের থেকে ভিসি ডায়াল সফটওয়্যার ব্যবহার করে বিদেশি মুদ্রায় টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে নেওয়া হত ৷

আরও পড়ুন :SSC : আন্দোলন করতে এসে আটক শতাধিক চাকরিপ্রার্থী

এই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমবার সেক্টর ফাইভের ডি এন ব্লকের ওই সংস্থার দুটি অফিসে হানা দেয় সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকে সংস্থার ডিরেক্টর সইফ আলি, আমষ থৈতাক, হাসান আখতার ওয়ারসি, চন্দন শর্মা, মহম্মদ আকিব-সহ ন'জনকে গ্রেফতার করা হয় । এরপর ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির 419, 420, 468, 471, 120বি, 34 ধারায় এবং ভারতীয় টেলিগ্রাফ আইনের 20 ও 21 ধারায় মামলা রুজু করা হয় ।

ওই অফিস থেকে বেশ কিছু হার্ড ডিস্ক, স্ক্রিপ্ট, আই পি অ্যাড্রেস, কাস্টমার ডিটেলস উদ্ধার করে পুলিশ ৷ এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details