কলকাতা, 5 মার্চ: ওরা অবলা তাই আগুন লাগলেও ভাষায় প্রকাশ করতে পারেনি (Fire at Naktala) ৷ তবে নিজেদের মতো করে বিপদ সংকেত হয়তো দিয়েছিল ৷ যা স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেনি ৷ তারই খেসারত দিতে হল ৷ এক্ষেত্রে বাড়ি মালিকের অবহেলা বললেও খুব ভুল হবে না ৷ শহর কলকাতায় বন্ধ ফ্ল্যাটে আগুনে পুড়ে মৃত্যু হল আটটি বিড়াল ও একটি কুকুরের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে নাকতলা এলাকার নেতাজি নগর থানার অন্তর্গত 35 বি নাকতলা রোডের একটি চারতালা আবাসনে।
পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি । ঘটনায় একটি কুকুর-সহ আটটি বিড়ালের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । এলাকার বাসিন্দারা জানতে পেরেছেন বেশ কয়েকবছর আগে পর্যন্ত নাকতলার ওই ফ্ল্যাটে থাকতেন এক ব্যক্তি। তবে সম্প্রতি তিনি দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে থাকেন ৷ আর নাকতলার এই চারতলা আবাসনের একতলায় দু'তিনটি খাঁচায় আটটি বিড়াল এবং একটি কুকুর ছিল । নিয়ম করে দু'বেলা এক ব্যাক্তি এসে নাকতলার ওই আবাসনের একতলায় চারপেয়ে বাসিন্দাদের খাইয়ে যেতেন । ওই আটটি বিড়াল ও একটি কুকুরকে দেখভাল করতেন ৷ ঘরে যাতে দুর্গন্ধ না-ছাড়ায় তার জন্য তিনি রোজ রাতে যাওয়ার আগে ধূপকাঠি জ্বেলে যেতেন । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ধূপের আগুন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।