পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire at Naktala: নাকতলায় আবাসনে আগুন, ঝলসে মৃত 8টি বিড়াল ও 1টি কুকুর - 9 animal died in fire in kolkata

আগুনে পুড়ে মৃত্যু হল আটটি বিড়াল ও একটি কুকুরের (8 Cat and 1 Dog Died in Fire) ৷ নাকতলার নেতাজীনগর এলাকার ঘটনা ৷ ধূপ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান পুলিশের ৷ ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত হয়ে নমুনা সংগ্রহ করেছেন ৷

Fire at Naktala
আগুনে পুড়ে মৃত 8টি বিড়াল এবং 1টি কুকুর

By

Published : Mar 5, 2023, 5:07 PM IST

Updated : Mar 5, 2023, 5:16 PM IST

কলকাতা, 5 মার্চ: ওরা অবলা তাই আগুন লাগলেও ভাষায় প্রকাশ করতে পারেনি (Fire at Naktala) ৷ তবে নিজেদের মতো করে বিপদ সংকেত হয়তো দিয়েছিল ৷ যা স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেনি ৷ তারই খেসারত দিতে হল ৷ এক্ষেত্রে বাড়ি মালিকের অবহেলা বললেও খুব ভুল হবে না ৷ শহর কলকাতায় বন্ধ ফ্ল্যাটে আগুনে পুড়ে মৃত্যু হল আটটি বিড়াল ও একটি কুকুরের ৷ রবিবার ঘটনাটি ঘটেছে নাকতলা এলাকার নেতাজি নগর থানার অন্তর্গত 35 বি নাকতলা রোডের একটি চারতালা আবাসনে।

পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি । ঘটনায় একটি কুকুর-সহ আটটি বিড়ালের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । এলাকার বাসিন্দারা জানতে পেরেছেন বেশ কয়েকবছর আগে পর্যন্ত নাকতলার ওই ফ্ল্যাটে থাকতেন এক ব্যক্তি। তবে সম্প্রতি তিনি দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসনে থাকেন ৷ আর নাকতলার এই চারতলা আবাসনের একতলায় দু'তিনটি খাঁচায় আটটি বিড়াল এবং একটি কুকুর ছিল । নিয়ম করে দু'বেলা এক ব্যাক্তি এসে নাকতলার ওই আবাসনের একতলায় চারপেয়ে বাসিন্দাদের খাইয়ে যেতেন । ওই আটটি বিড়াল ও একটি কুকুরকে দেখভাল করতেন ৷ ঘরে যাতে দুর্গন্ধ না-ছাড়ায় তার জন্য তিনি রোজ রাতে যাওয়ার আগে ধূপকাঠি জ্বেলে যেতেন । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ধূপের আগুন থেকেই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।

আগুনে পুড়ে মৃত কুকুর

আরও পড়ুন:হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আগুন, পুড়ে মৃত গর্ভবতী ও তাঁর স্বামী

এদিন এলাকার বাসিন্দারা পোড়া দুর্গন্ধ পান ৷ দেখতে পান ওই আবাসনের একতলায় যেখানে খাঁচা রয়েছে সেই খাঁচাগুলির সামনে আগুন জ্বলছে । সঙ্গে সঙ্গে আবাসনের লোকজন জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে আগুন নিমিষেই ছড়িয়ে পড়ে ৷ স্থানীয়রাই দমকলে খবর দেন ৷ দমকলে তিনটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে ততক্ষণে আগুনে ঝলসে গিয়েছে অবলা প্রাণগুলো। আবাসনের মালিককেও খবর দেওয়া হয়। পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ । পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই আবাসনের মালিকের সঙ্গে কথা বলছেন এবং গোটা ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ।

Last Updated : Mar 5, 2023, 5:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details