কলকাতা, 29 ডিসেম্বর: 54 জনের পর ফের 88 জন চাকরি খোয়ানো প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দিলেন বৃহস্পতিবার । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বেঞ্চে এদিন তাঁরা হলফনামা জমা দিয়েছেন । কয়েকদিন আগে 54 জন হলফনামা জমা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 53 জনেরই চাকরি ফের বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । একজন প্রার্থী মামলার শুনানির দিন উপস্থিত না থাকায় বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে 10 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ।
প্রাথমিকে বেআইনি চাকরি (Primary Recruitment Scam) পাওয়ার অভিযোগে মোট 268 জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রাপ্তরা । তাঁদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট (Supreme Court) হাইকোর্টকেই পুনরায় সবার বক্তব্য শুনে মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দেয় ।
প্রথম দফায় 54 জন চাকরি হারানো শিক্ষক হলফনামা জমা দিয়েছিলেন আদালতে । এদিন 268 জনের মধ্যে 88 জন হলফনামা জমা দিতে এগিয়ে এলেন । এখনও শতাধিকের হলফনামা জমা দেওয়া বাকি ৷ আগামী 3 জানুয়ারি এই মামলার শুনানি হবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই ।
আরও পড়ুন:53 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের