কলকাতা, 19 সেপ্টেম্বর : ফের কলকাতায় মাদক পাচারের চেষ্টা । মধ্যপ্রদেশের ডামহো জেলা থেকে ট্রাকে করে আনা হচ্ছিল মাদক । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় সফল হল না পাচারকারীর চেষ্টা । বাজেয়াপ্ত প্রচুর মাদক । গ্রেপ্তার পাচারকারী ।
মধ্যপ্রদেশের ট্রাক থেকে উদ্ধার 867 কেজি গাঁজা - সেই বস্তায় করে পাচার করা হচ্ছিল 867.200 কেজি গাঁজা
গতরাত দুটো নাগাদ উত্তর বন্দর থানা এলাকায় থামানো হয় MP-09-GF-5588 নম্বরের ট্রাক । তল্লাশি চালাতেই বেরোয় 40টি বস্তা । সেই বস্তায় করে পাচার করা হচ্ছিল 867.200 কেজি গাঁজা । গ্রেপ্তার পাচারকারী ।
![মধ্যপ্রদেশের ট্রাক থেকে উদ্ধার 867 কেজি গাঁজা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4485895-thumbnail-3x2-ganja.jpg)
বিশেষ সূত্রে STF খবর পায় প্রচুর মাদক আনা হচ্ছে শহরে । নজরদারি চলছিল । গতরাত দুটো নাগাদ উত্তর বন্দর থানা এলাকায় থামানো হয় MP-09-GF-5588 নম্বরের ট্রাক । তল্লাশি চালাতেই বেরোয় 40টি বস্তা । সেই বস্তায় করে পাচার করা হচ্ছিল 867.200 কেজি গাঁজা । তারপরেই ওই ট্রাকের চালক তথা পাচারকারী গোবর্ধন গন্ডকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা ।
STF নিশ্চিত, এই মাদক পাচারে জড়িত রয়েছে মধ্যপ্রদেশ এবং কলকাতার বড় চক্র । ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে সে বিষয়ে । আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে চাইবে STF ।
TAGGED:
কলকাতায় গ্রেপ্তার পাচারকারী