কলকাতা, 5 অগাস্ট : অগাস্ট মাসের প্রথম লকডাউনের দিনে 851 জন গ্রেপ্তার কলকাতায় । লকডাউন ভাঙা থেকে শুরু করে মাস্ক না পরা, প্রকাশ্যে থুতু ফেলার মতো অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । আজ মাস্ক না পারার জন্য গ্রেপ্তার করা হয়েছে 271 জনকে । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 19 জনকে । 561 জনের বিরুদ্ধে লকডাউন না মানার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে ।
কোরোনার বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে পুলিশ । বারবার পুলিশের তরফে দেওয়া হচ্ছে সতর্কবার্তা । তারপরও মানুষজন বেরিয়ে পড়ছেন পথে । কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে শহরবাসীকে সচেতন করতে । পুলিশের পক্ষ থেকে বিলি করা হয়েছে প্রচুর মাস্ক । তারপরও হেলদোল নেই শহরবাসীর একাংশের ।