কলকাতা, 21 অগাস্ট : কলকাতায় মিলল অনুপ্রবেশ চক্রের হদিশ । এই চক্রের তিন পান্ডাকে কালকাতা থেকে গ্রেপ্তার করল স্পেশাল টাস্ক ফোর্স ৷
বাংলাদেশের নাগরিকদের বেআইনিভাবে ভারতে প্রবেশ করানোই ছিল এই অনুপ্রবেশ চক্রের পান্ডাদের মূল কাজ ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গোপন সূত্রে খবর পায়, BSF-র চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে কয়েকজন বাংলাদেশের নাগরিককে কলকাতায় আনা হয়েছে ৷ এর পরই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের তিন পান্ডাকে ৷
সম্প্রতি নিয়মিত BSF বাংলাদেশের নাগরিকদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, টাকার বিনিময়ে বাংলাদেশিদের বেআইনিভাবে ভারতে ঢোকানো হয় ৷ সীমান্তবর্তী এলাকার কয়েকজন দালাল এ ব্যাপারে সক্রিয় ৷ এই দালাল চক্র রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ৷ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে, রবীন্দ্র প্রসাদ, আবদুল সালাম ও মজিবর কাজি নামে এই চক্রের তিন পান্ডাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ গতরাতে তাদের কলকাতার সুরেশ সরকার রোড থেকে গ্রেপ্তার করা হয় ৷ এদের মধ্যে রবীন্দ্র প্রসাদ কলকাতার মুচিপাড়ার বাসিন্দা ৷ আবদুল ও মজিবরের বাড়ি যথাক্রমে হাওড়া ও উত্তর 24 পরগনায় ৷
তিন পান্ডা ছাড়াও পাঁচ বাংলাদেশের নাগরিককেও গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাদের নাম হাবিব শেখ, মহম্মদ হৃদয় শেখ, আবদুল কালাম, আওয়াল মিদ্দা ও রাহুল শেখ । এদের মধ্যে প্রথম চারজন খুলনার বাসিন্দা ও রাহুলের বাড়ি বাংলাদেশের যশোরে । ধৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ ছাড়পত্র পাওয়া যায়নি । টাকার বিনিময়ে তারা সীমান্ত পার হত বলে পুলিশের জেরায় স্বীকার করে নিয়েছে ৷ তাদের বিরুদ্ধে 14 সি ফরেনার অ্যাক্টে মামলা রুজু হয়েছে ৷ পুলিশ জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে ৷