পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙল অতীতের রেকর্ড, ষষ্ঠ দফায় মোতায়েন 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

770 কম্পানি বাহিনী রেখে নির্বাচন হতে চলেছে জঙ্গলমহল সহ আট কেন্দ্রে । 100 শতাংশ বুথে CFP(সেন্ট্রাল পুলিশ ফোর্স) থাকবে কি না তা অবশ্য এখনও পরিষ্কার নয় ।

ফাইল ফোটো

By

Published : May 10, 2019, 11:36 AM IST

Updated : May 10, 2019, 1:02 PM IST

কলকাতা, 10 মে : ষষ্ঠ দফার জন্য বাড়ল আরও বাহিনী । 770 কম্পানি বাহিনী রেখে নির্বাচন হতে চলেছে জঙ্গলমহল সহ আট কেন্দ্রে । যা ভেঙে দিল অতীতের সব রেকর্ড । নির্বাচন কমিশনের সিনিয়র অফিসাররা বলছেন, জঙ্গি উপদ্রুত কাশ্মীরেও আট কেন্দ্রের জন্য 770 কম্পানি বাহিনী রেখে ভোট সম্ভবত স্বাধীনতার পর আর হয়নি । যদিও 100 শতাংশ বুথে CAFP(সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স) থাকবে কি না তা অবশ্য এখনও পরিষ্কার নয় ।

প্রথমে ঠিক ছিল 683 কম্পানি বাহিনীতে ভোট হবে ষষ্ঠ দফায় । সেই অনুযায়ী ঠিক হয় পরিকল্পনা । সেই পরিকল্পনা পৌঁছে যায় জেলায় জেলায় । নবান্ন থেকে যে প্ল্যান তৈরি হয়েছিল, তাতে শুধুমাত্র এক ও দুই বুথ বিশিষ্ট পোলিং প্রেমিসেসে কেন্দ্রীয় বাহিনী রাখার কথা ছিল । তিন বুথ থেকে 12 বুথ পর্যন্ত পোলিং প্রেমিসেসগুলিতে রাজ্যের সশস্ত্র বাহিনী দিয়ে ভোটের পরিকল্পনা ছিল । সে পরিকল্পনার কথা জানিয়ে দেওয়া হয় ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে । যদিও, ওই দিন দিল্লি যান বিবেক দুবে । তিনি কথা বলেন নির্বাচন কমিশনের সঙ্গে । তারপর জানা যায়, 710 কম্পানি রেখে হবে ভোট । কমিশনের কাছে এই পরিমাণ বাহিনীই ছিল ।

তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করেন বিবেক দুবে । আর্জি জানান আরও বাহিনীর । সূত্র জানাচ্ছে, দুবের আর্জিতে সাড়া দেয় স্বরাষ্ট্রমন্ত্রক । তখনই আরও 30 কম্পানি বাহিনীর কথা জানিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রক । কিন্তু, আজ সকালে অতিরিক্ত আরও 30 কম্পানি বাহিনী দেওয়ার কথা জানায় স্বরাষ্ট্রমন্ত্রক । ফলে বাহিনীর সংখ্যা গিয়ে দাঁড়াল 770 কম্পানিতে । সূত্রের খবর, আজ আবার নতুন করে তৈরি হবে বাহিনী মোতায়েনের পরিকল্পনা । তারপরই জানা যাবে 100 শতাংশ বুথে বাহিনী থাকবে কি না ।

Last Updated : May 10, 2019, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details