পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Calcutta High Court Orders: 40 বছরের লড়াই ! হাইকোর্টের নির্দেশে 25 বছরের বকেয়া বেতন পাচ্ছেন 76 বছরের শিক্ষিকা - Calcutta High Court on howrah teacher case

25 বছর ধরে বেতন বকেয়া রয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্যামলী ঘোষের ৷ অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁর বকেয়া বেতন সুদ সমেত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল (Calcutta High Court on howrah teacher case) ৷

Cal HC
Cal HC

By

Published : May 5, 2022, 4:02 PM IST

Updated : May 5, 2022, 5:05 PM IST

কলকাতা, 5 মে : অবশেষে যুদ্ধজয় ! কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় ৷ এই লড়াই সিস্টেমের বিরুদ্ধে ৷ আর তাতেই সাফল্যের চওড়া হাসি হাসলেন 76 বছরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শ্যামলী ঘোষ ৷ 25 বছর ধরে বেতন বকেয়া ছিল তাঁর ৷ যা পেতে 40 বছরের বেশি সময় ধরে কোর্ট কাছারি-র ঝক্কি সামলেছেন ৷ লড়াই করতে গিয়ে মাথার চুলে পাক ধরেছে ৷ চাকরির সময়সীমা পার হয়ে গিয়েছে অনেক আগেই ৷ অবশেষে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁর বকেয়া 25 বছরের বেতন সুদ সমেত মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল (Calcutta High Court on howrah teacher case) ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশে আপ্লুত শ্যামলী দেবী আনন্দে প্রায় কেঁদে ফেলেছিলেন ৷ সুখের মুহূর্তে আবৃত্তি করে বললেন, "প্রতি বসন্তে এখন মনে হয়.. যাবার দিন এসে গেল..."

ঠিক কী ঘটেছিল ?

1976 সালে হাওড়ার শ্যামপুর হাইস্কুলের বাংলার শিক্ষিকা হিসাবে যোগ দিয়েছিলেন শ্যামলী ঘোষ । সেই সময়ে ম্যানেজিং কমিটির নিয়মে শিক্ষিকা নিয়োগ করা হত ৷ শিক্ষিকার পরিবারের দাবি, পরবর্তীকালে স্কুলের তৎকালীন প্রধান শিক্ষকের চক্ষুশূল হয়ে উঠেছিলেন শ্যামলী ৷ বাংলা শিক্ষকের পদে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে নিয়োগ করার পরিকল্পনা ছিল ৷ যে কারণে 1980 সাল থেকে তৎকালীন প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে আর স্কুলে ঢুকতে দেননি । হঠাৎ চাকরি হারিয়ে বিভিন্ন জায়গায় দরবার করেন ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ শেষমেশ 1986 সালে শ্যামলী ঘোষ মামলা করেন কলকাতা হাইকোর্টে । সেই শুরু ৷ লড়াই চলতে চলতেই এরপর 2005 সালের 30 নভেম্বর তাঁর চাকরি জীবনের মেয়াদ শেষ হয়ে যায় ৷ 2013 সালের নভেম্বর মাসে কলকাতা হাইকোর্ট ওই শিক্ষিকার পেনশন এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় । কারণ তাঁকে বরখাস্ত বা বিতাড়িত করা হয়নি । কিন্তু রাজ্য তাঁর পেনশন চালু করলেও ও বকেয়া বেতনের টাকা দেয়নি ।

হাইকোর্টের নির্দেশে 25 বছরের বকেয়া বেতন পাচ্ছেন 76 বছরের শিক্ষিকা

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 10 শতাংশ সুদ সমেত শ্যামলী দেবীর 25 বছরের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন । আট সপ্তাহের মধ্যে এই টাকা দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । শ্যামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক এবং সেক্রেটারিকে বকেয়া টাকা হিসেব করে জেলা স্কুল পরিদর্শককে চার সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে । প্রধান শিক্ষক সমস্ত প্রয়োজনীয় কাজগপত্র ও নথি ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন পাঠাবেন আগামী চার সপ্তাহের মধ্যে । 21 জুন ফের মামলা শুনানি ।

আরও পড়ুন : HC on Raiganj Teacher Case : শিক্ষিকার 12 লাখ টাকার বকেয়া বেতন মেটাবেন প্রধান শিক্ষক ! নির্দেশ হাইকোর্টের

Last Updated : May 5, 2022, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details