কলকাতা, 13 এপ্রিল : হাতের উপর হাত রাখা খুব সহজ নয়/সারা জীবন বইতে পাড়া সহজ নয় । লাইন দুটি বিখ্যাত কবি শঙ্খ ঘোষের সঙ্গিনী কবিতার ৷ বাস্তবে ভাবতে গেলে মনে হবে সত্যিই তো হাতের উপর হাত রাখা কি এতই সোজা ? বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কলিংয়ের যুগে এখন বেশিরভাগটাই ভার্চুয়াল ৷ প্রেমে ভাঙন কিংবা বিবাহ বিচ্ছেদ তো এখন আকছার হচ্ছে ৷ তবে এখনও অনেক মানুষ আছেন, যাঁরা ভালোবাসতে জানেন ৷ হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার কথা রাখতে পারেন ৷ তার আদর্শ উদাহরণ হল বেহালাবাদক স্বপন শেঠ ৷
স্বপন শেঠ ৷ সুদর্শন, সুঠাম চেহারা ৷ বয়স 75 বা তার কিছুটা বেশি ৷ কিন্তু, ইচ্ছাশক্তি যেন পঁচিশের ৷ বর্তমানে তাঁকে বিভিন্ন জায়গায়, শহরের বিভিন্ন শপিং মল কিংবা ক্যাফেতে বেহালা বাজাতে দেখা যায় ৷ তার বেহালার সুরে আচ্ছন্ন হননি এমন কলকাতাবাসী খুব কম । শুধু কলকাতা নয়, দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান ৷ সকলকে মুগ্ধ করেন বেহালার সুরে ৷ শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 40-50 বছর আগে ৷ আজ এত বছর বয়সেও তাঁর কোনও ক্লান্তি নেই ৷ সংসার বলতে শুধুমাত্র স্ত্রী পূর্ণিমাদেবী ৷ তিনি ক্যানসারে আক্রান্ত ৷ চিকিৎসার খরচও অনেক ৷ কিন্তু, হেরে যাননি ৷ মূলত, চিকিৎসার খরচ জোগাতেই বেহালা বাজিয়ে উপার্জন করছেন তিনি ৷ মেয়ে বিদেশে থাকে ৷ কিন্তু, মেয়ের থেকে সাহায্য নিতে নারাজ ৷ নিজের উপার্জনেই স্ত্রীকে সুস্থ করে তোলার পণ তাঁর ৷ তিনি যে হাতে হাত রেখে সারাজীবন পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন ৷ তাই স্ত্রীর পাশে থাকতে এই বয়সে হাতে তুলে নিয়েছেন বেহালা ৷ সোশাল মিডিয়ার দৌলতে মানুষের কাছে স্বপন শেঠ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন ।