কলকাতা, 28 জুন : কাটমানি ইশুতে এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিল রাজ্য BJP । 1 জুলাই রাজ্যের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি হবে । 2 জুলাই BJP যুব মোর্চার নেতৃত্বে কলকাতার হাজরা মোড়ে মঞ্চ বেঁধে কাটমানি ফেরতের দাবি জানানো হবে ।
কালীঘাটের বাড়িতে 75 % কাটমানি রয়েছে, ফেরাতে আন্দোলন হবে : রাজু - kalighat
কাটমানি ইশুতে 1 ও 2 জুলাই রাজ্যজুড়ে আন্দোলন BJP যুব মোর্চার।
ফাইল ফোটো
এই বিষয়ে, BJP-র সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা জেলার আন্দোলনকে বলছি 25 % ফেরানোর আন্দোলন । আর কলকাতার হাজরায় যে আন্দোলন হবে সেটা 75% ফেরানোর দাবিতে । ওই কাটমানি কালীঘাটের বাড়িতে রয়েছে । তবে, আমরা এখনও অনুমতি পাইনি । আশা করছি প্রশাসন ও পুলিশের সৎ বুদ্ধির উদয় হবে । যদি পুলিশ অনুমতি না দেয় তাহলে বাধ্য হয়ে কালীঘাটের দিকেই অগ্রসর হতে হবে ।"
রাজু জানান, ইতিমধ্যে আন্দোলনের বিষয়ে জেলা সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে ।
Last Updated : Jun 28, 2019, 11:41 PM IST