কলকাতা, 28 এপ্রিল :বড়বাজার ও জোড়াসাঁকো থানা এলাকা থেকে উদ্ধার হল ৭৫ লক্ষ টাকা । ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । প্রথমে বড়বাজার এলাকা থেকে 4 জনকে এবং পরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে 1 জনকে 15 লক্ষ টাকাসহ গ্রেপ্তার করে পুলিশ ৷
জানা গিয়েছে, গতকাল প্রথমে মুচিপাড়া থানা এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের নাম গোবিন্দ চন্দ্র, ছত্র সিং, জগৎ সোনকার, শান্তিলাল জোসি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৬০ লক্ষ টাকা । পরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । ধৃতের নাম সৌমজিৎ সাহা । তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকা । ফলে একইদিনে উদ্ধার হয়েছে 75 লক্ষ টাকা ৷