পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ষষ্ঠ দফায় রাজ্যে থাকবে 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

710 কম্পানি কেন্দ্রীয় বাহিনীতে 100 শতাংশ বুথে ভোট সম্ভব নয় । গতকাল 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন বিবেক দুবে । সূত্রের খবর, রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচনে ।

কেন্দ্রীয় বাহিনী

By

Published : May 9, 2019, 12:38 AM IST

কলকাতা, 9 মে : রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে ষষ্ঠ দফার নির্বাচনে । গতকাল 740 কম্পানি কেন্দ্রীয় বাহিনীর দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করেন বিবেক দুবে । কমিশনের ইচ্ছে ছিল 100 শতাংশ বাহিনী রেখে ভোট করার । কিন্তু 710 কম্পানিতে সেটা সম্ভব ছিল না । সেই সূত্রেই স্বরাষ্ট্র মন্ত্রকের দারস্থ হয় কমিশন । কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে মিলবে আরও 30 কম্পানি বাহিনী ।

সেই সূত্রে 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী নিয়েই ষষ্ঠ দফার ভোট সম্পন্ন হওয়ার সম্ভবনা প্রবল । আসলে কমিশনের নজরে আছে জঙ্গলমহল । সেখানে রাজ্যের বাহিনী দিয়ে ভোট করানো কোনোভাবেই চায়নি কমিশন । সেকারণেই আবেদন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ।

এতদিন পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ মহলের কাছে খবর ছিল ষষ্ঠ দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী । রাজ্য পুলিশের এক কর্তা এবিষয়ে জানিয়েছিলেন, শুধু মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম লোকসভার 100 শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী । বাকি সাতটিতে 73.3 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে । ঠিক ছিল, আটটি লোকসভা আসনে নির্বাচনের জন্য এবার থাকবে 683 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । সেই হিসেবেই তৈরি হয়ে যায় বাহিনী ডেপ্লয়মেন্টের প্ল্যান । কিন্তু বিবেক দুবে দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পর বিষয়টি পালটে যায় । এরপর তিনি জানিয়ে দেন, 710 কম্পানি রেখেই হবে ষষ্ঠ দফার ভোট । যদিও তিনি আরও বলেন, "সেটা এখনও ঠিক হয়নি । দেখা যাক কী ডেপ্লয়মেন্ট হয় ।"


12 মে ষষ্ঠ দফার নির্বাচন । পূর্ব মেদিনীপুরের তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে নির্বাচন সেদিন । এই দফায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ঝাড়গ্রাম । কারণ কিছুদিন আগেই মাওবাদীদের হামলায় মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এক চালকসহ 15 জন জওয়ান শহিদ হন । জানা গেছে, সাম্প্রতিক এই ঘটনার ফলেই তথাকথিত এই মাওবাদী অধ্যুষিত এলাকায় ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন । সেই সূত্রে পঞ্চম দফা নির্বাচনের আগেই 50 কম্পানি বাহিনী পাঠিয়ে দেওয়া হয় জঙ্গলমহলে ।

ABOUT THE AUTHOR

...view details