কলকাতা, 10 মে : বেড়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । বাড়ছে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যাও । তার পরেও শহরের বহু মানুষ লকডাউন মানছেন না । গতকাল শহরে লকডাউন না মানায় 731 জনকে গ্রেপ্তার করা হয় ।
অনেকেই মানছেন না লকডাউন, কলকাতায় এবার গ্রেপ্তার 731 - lockdown update Kolkata
লালবাজার সূত্রে খবর, লকডাউন না মানায় গতকাল মোট গ্রেপ্তারের সংখ্যা 731 । 49টি গাড়ি আটক করা হয়েছে । মাস্ক না পরায় গ্রেপ্তার হয়েছে 122 জন । রাস্তায় থুতু ফেলার জন্য গ্রেপ্তার 39 জন ।
গতকাল নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 108 জন । মৃত্যু হয়েছে 11 জনের । স্বাস্থ্য দপ্তর প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1,786 । 99 জনের মৃত্যু হয়েছে । অন্যান্য রোগে মৃত্যু হয়েছে 72 জনের । সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরেছেন 372 জন । এই মুহূর্তে সুস্থতার হার 20.83 শতাংশ ।
সংক্রমণ রুখতে পাল্লা দিয়ে বাড়ছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা । মোট 326টি কনটেনমেন্ট জ়োন রয়েছে । এই জ়োনগুলি থেকে পুলিশের ব্যারিকেডের পাশ কাটিয়ে মানুষ বেরিয়ে পড়েছেন বলে অভিযোগ উঠছে । কলকাতা পুলিশ নিজেদের ঝুঁকি নিয়েও লকডাউনের নিয়ম মেনে চলতে এবং সেইমতো পদক্ষেপ করতে বদ্ধ পরিকর ।
লালবাজার সূত্রে খবর, লকডাউন না মানায় গতকাল মোট গ্রেপ্তারের সংখ্যা 731 । 49টি গাড়ি আটক করা হয়েছে । মাস্ক না পরায় গ্রেপ্তার হয়েছে 122 জন । রাস্তায় থুতু ফেলার জন্য গ্রেপ্তার 39 জন ।