পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুনসান শহরেও চলল লকডাউন ভাঙার খেলা, গ্রেপ্তার 721 - Arrest case in kolkata for breaking lockdown rules

লকডাউনেও রাস্তায় দেখা গেল অনেককেই ৷ তবে তৎপর ছিল পুলিশও ৷ লকডাউন ভাঙায় গ্রেপ্তার করা হয় 721 জনকে ৷

কলকাতা
কলকাতা

By

Published : Jul 29, 2020, 10:34 PM IST

Updated : Jul 29, 2020, 10:57 PM IST

কলকাতা,29 জুলাই : আজ তিলোত্তমা ছিল অনেকটাই সুনশান । শহরের মূল রাস্তাগুলি ছিল ফাঁকা। বড় বাজার,পোস্তা,মেছুয়া ফলপট্টি মত বাজারও রয়েছে পুরোপুরি বন্ধ । কিন্তু তা সত্ত্বেও শহরের কোনও কোনও এলাকায় চলল লকডাউন ভাঙার খেলা। আর সেই সূত্র ধরে আজ সন্ধ্যা 6 টার মধ্যে গ্রেপ্তার করা হয় 721 জনকে।

গোষ্ঠী সংক্রমণের চেইন রুখতে সপ্তাহে দুদিন লকডাউনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে আজ রাজ্যে কয়েকটি জরুরি ক্ষেত্র ছাড়া সবকিছুই বন্ধ ছিল । চলেনি যানবাহন। সংক্রমণের নিরিখে রাজ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা । তাই গতকাল শহরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালায় কলকাতা পুলিশ । পাশাপাশি অনুরোধ করা হয় প্রত্যেককে মাস্ক ব্যবহারের জন্য । চাওয়া হয় মানুষের সহযোগিতাও। লালবাজার জানিয়ে দেয়, পুলিশের অনুরোধ না মানলে চালানো হবে দেদার ধরপাকড় । কারণ সংক্রমণের গ্রাফটা ক্রমশই ঊর্ধ্বমুখী । আজ রাজ্যে 2294 জনের নতুন করে সংক্রমণ ধরা পড়েছে । তার সিংহভাগই শহর কলকাতার। আজ কলকাতার নতুন করে সংক্রমিত হয়েছেন 633 জন। তারপরও একশ্রেণির মানুষের হুঁশ ফেরেনি। লকডাউনের কলকাতায় শহরজুড়ে চলছে নাকা চেকিং। সেই সূত্রে চেক করা হচ্ছে সব গাড়ি এবং বাইক আরোহীদের । দেখা হচ্ছে কতটা প্রয়োজনে রাস্তায় বেরিয়েছেন তাঁরা। পাশাপাশি দেখা হচ্ছে মানুষ মাস্ক পড়ে রাস্তায় বের হচ্ছেন কি না। কারণ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ।

আজও শহরে মাস্ক না পরে বেরিয়েছিল অনেকেই । আজ কলকাতায় মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 352 জনকে। রাস্তায় প্রকাশ্যে থুথু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 21 জনকে। সিজ় করা হয়েছে 33 টি গাড়ি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা 721।

Last Updated : Jul 29, 2020, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details