পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্র ও রাজ্য সরকার সংবিধান বিরোধী কাজ করছে, অভিযোগ সুজনের - বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

2015 সালে দিল্লিতে মোদি সরকার সংবিধান দিবস পালনের রীতি চালু করে । প্রতি বছরই চলছে এই রীতি । সেই উদাহরণ তুলে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে আক্রমণ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ।

সুজন
ছবি

By

Published : Nov 26, 2019, 10:30 PM IST

কলকাতা, 26 নভেম্বর : সংবিধান রক্ষায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ বামেদের । তা সে রাজ্য হোক বা কেন্দ্র । বামেদের অভিযোগ, স্বাধীনতার এতগুলো বছর কেটে গেলেও কেন্দ্র বা রাজ্যের সরকার নিজেদের খেয়াল খুশি মতো সংবিধানকে অপব্যবহার করেছে ।

2015 সালে দিল্লিতে মোদি সরকার সংবিধান দিবস পালনের রীতি চালু করে । প্রতি বছরই চলছে এই রীতি । সেই উদাহরণ তুলে, কেন্দ্র এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন সুজন । তাঁর অভিযোগ, ''গোটা দেশে সঙ্গে এ রাজ্যেও সংবিধান আক্রান্ত । সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলিকে এড়িয়ে চলছে BJP এবং তৃণমূল কংগ্রেসের সরকার ।''

তাঁর আরও অভিযোগ, BJP দেশে যা করবে পশ্চিমবঙ্গ সরকার হুবহু তা অনুকরণ করছে । এর পরই তিনি বলেন, ''দেশের সংবিধান আমাদের গর্ব । স্বাধীনতা সংগ্রামের আদর্শ আমাদের সংবিধানের ভিত্তি । তার গুরুত্ব-মর্যাদা রক্ষা করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ।''

ভিডিয়োয় শুনুন সুজন চক্রবর্তীর বক্তব্য

গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্যবাদ, এই সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য । এরপরই সুজনের কটাক্ষ, ''সবকিছুকে বরবাদ করার চক্রান্ত চলছে । কেন্দ্রীয় সরকার নষ্ট করতে চাইছে সংবিধানকে । মানুষের ভোট উলটে দেওয়া হচ্ছে । বিভাজনের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার । সংবিধান বিরোধী সব কাজ করা হচ্ছে ।''

এরপরই রাজ্য সরকারকে নিশানা করেন সুজন । কেন্দ্রের মতো রাজ্য সরকারও সংবিধান বিরোধী কাজ করে চলেছে, অভিযোগ তাঁর । সুজনের অভিযোগ, যে ভাবে পঞ্চায়েত, পৌরসভা ভোট জিতেতে তৃণমূল, তা সংবিধান বিরোধী । এতে সংবিধানের মান-মর্যাদা নষ্ট হচ্ছে । কেন্দ্র ও রাজ্য সরকার মানবদরদি নয় বলেও অভিযোগ তুলেছেন সুজন ।

ABOUT THE AUTHOR

...view details