কলকাতা, 5 মে : COVID-19-এ আক্রান্ত আরও 70 জন সুস্থ হয়ে উঠলেন । কলকাতার দু'টি হাসপাতাল থেকে তাঁদের ছুটি দেওয়া হয় । গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 218 জন COVID-19-এ আক্রান্তকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । যদিও এই তথ্য গতকাল সকাল 9টায় পাওয়া।
কোরোনা : রাজ্যে সুস্থ আরও 70 জন - present corona situation of kolkata
একদিকে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তবে সুস্থ হয়ে ওঠার তালিকাটাও দীর্ঘ হচ্ছে । গতকাল হাসপাতাল থেকে ছুটি পেলেন 70জন ।
একদিকে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা, অন্যদিকে সুস্থও হয়ে উঠছেন অনেকে। সুস্থ হয়ে ওঠার পর গতকাল একসঙ্গে 70 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ায় সেই তালিকা অনেকটাই দীর্ঘ হল ।
গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, টালিগঞ্জে এম আর বাঙুর হাসপাতালে 68 জন COVID-19 পজ়িটিভ রোগী ভরতি ছিলেন । চিকিৎসা চলছিল । ফের তাঁদের নমুনা পরীক্ষা করা হয় । এবার রিপোর্ট নেগেটিভ এসেছে । এই 68 জনের মধ্যে 30 জনের বয়স 50-80 বছরের মধ্যে । তাঁদের গতকাল এই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এদিকে, কলকাতার ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতাল থেকে গতকাল COVID-19-এ আক্রান্ত দুইজনকে ছুটি দেওয়া হয়েছে । এঁদের মধ্যে একজন চিকিৎসক এবং অন্যজন একটি বেসরকারি হাসপাতালের রাঁধুনি বলে জানা গেছে ।