পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

7 লাখ 45 হাজার কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে - কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে

এর মধ্যে 3 লাখ 95 হাজার পাঠিয়েছে কেন্দ্র সরকার । বাকি সাড়ে তিন লাখ ডোজ কিনেছে রাজ্য সরকার ৷

7 লাখ 45 হাজার কোভিশিল্ড এল রাজ্যে
7 লাখ 45 হাজার কোভিশিল্ড এল রাজ্যে

By

Published : May 10, 2021, 5:47 PM IST

Updated : May 10, 2021, 5:59 PM IST

কলকাতা, 10 মে : রাজ্যে এল আরও 7 লাখ 45 হাজার করোনা ভ্যাকসিন । আজ দুপুরে কলকাতা বিমানবন্দরে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে আসে 7 লাখের বেশি কোভিশিল্ড ভ্য়াকসিন । এর মধ্যে 3 লাখ 95 হাজার পাঠিয়েছে কেন্দ্র সরকার । বাকি সাড়ে তিন লাখ ডোজ কিনেছে রাজ্য সরকার ৷ গতকাল কো-ভ্যাকসিনের এক লাখ ডোজ এসেছিল রাজ্যে । চলতি সপ্তাহে নিয়মিত কেন্দ্র থেকে আসছে ভ্যাকসিন ।

রাজ্যজুড়ে ভ্যাকসিনের জন্য হাহাকারের মধ্যেই কিছুটা স্বস্তির খবর । সাড়ে সাত লাখ ডোজের মতো কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছাল রাজ্যে । রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্রের খবর, রাজ্য সরকারের দেওয়া বরাত অনুযায়ী এই ভ্যাকসিনের কনসাইনমেন্ট এসেছে পৌঁছেছে রাজ্যে ।

সোমবার সকালে এয়ার এশিয়ার বিশেষ বিমানে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে এসে পৌঁছায় সাড়ে সাত লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন । এর আগে গতকালই এসেছিল আরও এক লাখ ডোজ ভ্যাকসিন । এর আগে ৫ মে আরও পাঁচ লাখ ডোজ আসে ৷ এক লাখ ডোজ কোভ্যাকসিনের এবং বাকি চার লাখ ডোজ কোভিশিল্ডের ।

7 লাখ 45 হাজার কোভিশিল্ড এল রাজ্যে

রাজ্য দফতরের সূত্র অনুযায়ী, যদিও প্রয়োজনের তুলানায় এই বরাত এখনও অনেক কম, তবে এই নতুন কনসাইনমেন্ট আসার ফলে পরবর্তী কয়েকদিনে কিছুটা হলেও ভ্যাকসিনের সংকট কিছুটা হলেও কমবে । ওদিকে মুখ্যমন্ত্রী সোমবারও ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন । তিনি বলেন, "কেন্দ্রের কাছে আমরা যত ভ্যাকসিন চাইছি তার সেই তুলনায় অনেক কমই এসে পৌঁছেছে এখনও পর্যন্ত রাজ্যে।"

Last Updated : May 10, 2021, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details