পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Tripura : বিপ্লব গড়েই বিজেপিতে বড় ভাঙন ধরাল তৃণমূল - 669 বিজেপি কর্মীর যোগ তৃণমূলে

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অভাবনীয় ফল করার পর, তৃণমূল কংগ্রেস পা রেখেছে ত্রিপুরায় । এরপর নিয়মিত ব্যবধানে রোজই কেউ না কেউ যোগদান করছে তৃণমূলে । এ দিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রে স্থানীয় মণ্ডল সভাপতিসহ 669 জন নেতাকর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ।

d
d

By

Published : Aug 31, 2021, 8:00 AM IST

Updated : Aug 31, 2021, 8:17 AM IST

কলকাতা, 31 অগস্ট : বিপ্লব দেবের গড়ে বড় ভাঙন । সোমবার ত্রিপুরার বনমালীপুরে অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্রে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 669 জন নেতাকর্মী । এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী সুজাতা মণ্ডল, তৃণমূল যুবনেত্রী জয়া দত্ত, পারমিতা সেন ও শক্তিপ্রসাদ শর্মা । খোদ মুখ্যমন্ত্রীর খাস তালুকে এত জন নেতা-কর্মীর বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানকে একটা বড় সাফল্য হিসেবেই দেখছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । এদিনের এই যোগদান পর্বকে সে রাজ্যের তৃণমূল কংগ্রেস বড় জয় হিসেবেই দেখছে ।

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অভাবনীয় ফল করার পর, তৃণমূল কংগ্রেস পা রেখেছে ত্রিপুরায় । এরপর নিয়মিত ব্যবধানে রোজই কেউ না কেউ যোগদান করছে তৃণমূলে । এ দিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রে স্থানীয় মণ্ডল সভাপতিসহ 669 জন নেতাকর্মী বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন । তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাসভবনে এদিন যোগদানের অনুষ্ঠান হয় ।

ঘটনাচক্রে, রবিবার আগরতলায় মহারানি তুলসীপতি বালিকা বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে দলের বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে এক বৈঠকের ডাক দেন বিজেপি নেতা সুদীপ রায়বর্মন । যেখানে হাজির ছিলেন বিজেপি-র বর্তমান বিধায়ক আশিস সাহা, আশিস দাস, দিবাচন্দ্র রাঙ্খেল প্রমুখ । ছিলেন ত্রিপুরার প্রাক্তন বিজেপি সভাপতি রণজয় দেব । বৈঠকে হাজির কর্মীরাই বিপ্লব দেব সরকার ও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তাঁদের বক্তব্য না শোনার অভিযোগ করেন । সোমবারই বিপ্লব-সুদীপ দ্বন্দ্ব মেটাতে আগরতলায় এসেছেন বিজেপির তিন শীর্ষ নেতা । তাঁরা ত্রিপুরায় দলের সংগঠনের হাল ফেরাতে বিবাদমান দুই শিবিরের সঙ্গেই বৈঠক করবেন বলেই খবর ।

আরও পড়ুন,Tripura-TMC : ত্রিপুরায় বিজেপিকে আড়াআড়ি ভেঙে কি নীরবে শক্তি বাড়াচ্ছে তৃণমূল ?

আর যে দিন বিজেপি নেতৃত্ব অভ্যন্তরীণ সমস্যা মেটাতে উদ্যোগী হলেন, সেদিন সকালে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ভাঙন ধরাল বাংলার শাসকদল । এ দিন এ প্রসঙ্গে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল বলেন, ত্রিপুরায় বিজেপি কর্মী সমর্থকরাই বিপ্লব দেবের কাজে বিতশ্রদ্ধ । তাই এই যোগদান বিপ্লব দেবের বিরুদ্ধে অনাস্থা । এর থেকে স্পষ্ট ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে । সরকার পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা ।

Last Updated : Aug 31, 2021, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details