কলকাতা, 1 জুলাই: রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্যের পুলিশও ৷ যে সংখ্যক বাহিনী কেন্দ্রের থেকে রাজ্য নির্বাচন কমিশন চেয়েছিল, তা তারা পায়নি বলেই জানিয়েছেন কমিশনার ৷ যার জেরে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ এবার আরও এক ধাপ এগিয়ে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ভোটে মোতায়েন থাকবে রাজ্যের পুলিশও ৷
ইতিমধ্যেই 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু সেই সংখ্যক বাহিনী এখনও মঞ্জুর করেনি কেন্দ্র ৷ এখনও পর্যন্ত 315 কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে রাজ্যে ৷ আর তার জেরেই কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সংখ্যক বাহিনী কেন্দ্রের তরফে এসেছে রাজ্যে, তাতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব নয় ৷ বিহার ও ঝাড়খণ্ড থেকে ইতিমধ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এর সঙ্গেই, কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় 65 হাজার পুলিশ বাহিনী পঞ্চায়েত ভোটে ব্যবহার করা যেতে পারে। শনিবার রাজ্যের মুখ্যসচিব ভোটের নিরাপত্তা নিয়ে একপ্রস্থ বৈঠক করেন ৷ এরপরই রাজ্য সরকারের তরফে কমিশনকে জানানো হয়েছে তারা প্রয়োজনে রাজ্যের পুলিশ বাহিনী ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন:ঠুঁটো-জগন্নাথ ! নির্বাচন পরিচালনার কাজে বুথে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না-করার বিজ্ঞপ্তি জারি কমিশনের