পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোলিতেও অভব্যতা, কলকাতায় গ্রেপ্তার ৬২

হোলিতে অভব্যতা, প্রকাশ্যে মদ্যপানের জন্য গ্রেপ্তার করা হল 62 জনকে। দোলে গ্রেপ্তার করা হয় 112 জনকে।

arrested

By

Published : Mar 23, 2019, 9:12 AM IST

কলকাতা, ২৩মার্চ : দোলের পর হোলি। গতকালও শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। দোলের দিন ১১২ জনকে গ্রেপ্তার করার পর অভব্যতা, প্রকাশ্যে মদ্যপানের জন্য গতকালও গ্রেপ্তার করা হয়েছে ৬২ জনকে। উদ্ধার করা হয়েছে ৬ লিটার মদ।

দোলযাত্রা এবং হোলির দিন যেকোনও ধরনের অভব্যতা কড়া হাতে মোকাবিলা করবে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। জানানো হয়েছিল, মদ্যপান করে মোটর বাইক চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বেপরোয়া গতির মোটরবাইক দেখলেই চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ছিল। নির্দেশ ছিল, কর্মরত পুলিশকর্মীদের গায়ে রং দেওয়া যাবে না। অনিচ্ছুক কোনও ব্যক্তির গায়েও রং দিলে পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছিল।

গতকাল মদ্যপান করে বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য শহরের বিভিন্ন প্রান্তে মোটর ভেহিকলস অ্যাক্টে ২৮ টি কেস করা হয়েছে। হেলমেট না পরে বেপরোয়া বাইক চালানোর জন্য কেস করা হয়েছে ৮০৬ টি। মদ্যপান করে বাইক চালানোর জন্য কেস করা হয়েছে মোট ১১ টি। গতকাল কলকাতায় সবথেকে বেশি গ্রেপ্তারির ঘটনা ঘটেছে পূর্বাঞ্চলে। ইস্ট ডিভিশনে গ্রেপ্তার করা হয়েছে মোট ২৬জনকে। কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় প্রকাশ্যে মদ্যপানের জন্য গ্রেপ্তার করা হয়েছে ৪জনকে। ওই এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে 6 লিটার মদ। সাউথ-ইস্ট ডিভিশন, সাউথ-ওয়েস্ট ডিভিশন এবং সাউথ ডিভিশনে কোনও গ্রেপ্তারির ঘটনা নেই।

ABOUT THE AUTHOR

...view details