কলকাতা, 2 এপ্রিল : আগামীকাল মোদির বিগ্রেড সভায় যোগ দিতে চেয়ে BJP-তে যোগ দিলেন 60 তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধানও। একথা জানান BJP প্রার্থী অনুপম হাজরা।
অনুপমের হাত ধরে BJP-তে যোগ 60 তৃণমূল কর্মীর - kolkata
BJP-তে যোগ দিলেন 60 জন তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান।
3 এপ্রিল কলকাতায় বিগ্রেড সমাবেশে আসছেন নরেন্দ্র মোদি। আজ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে কর্মীরা BJP-তে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন যাদবপুর কেন্দ্রের BJP প্রার্থী অনুপম হাজরা।
আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপম হাজরা বলেন, "BJP পার্টি ডিম-ভাতের দল নয়। এই দলটি মানুষ আবেগ দিয়ে করে। তাই আজ তারা তৃণমূল ছেড়ে BJP-তে নাম লেখালেন। সারা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদির পাশে আছে। তৃণমূল দাবি করে তারা মানুষের জন্য প্রচুর কাজ করেছে। যদি তারা সত্যিই কাজ করে তাহলে আজ মানুষ কেন BJP-তে যোগ দিচ্ছে? মানুষ জানে লোকসভা ভোট প্রধানমন্ত্রী হওয়ার লড়াই। তাই যাদবপুরের মানুষ এটা বোঝে কোন দল ভালো কাজ করেছে। আর সেই কারণেই মানুষ দলে দলে BJP-তে যোগ দিচ্ছে।"