পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্তর্বাসে লুকানো 58 লাখ টাকার সোনার পেস্ট! বিএসএফের জালে কেরলের বাসিন্দা

Gold Recovered: সীমান্ত এলাকা থেকে 58 লাখ টাকার সোনা-সহ বিএসএফের হাতে ধরা পড়ল কেরলের বাসিন্দা ৷ বাজেয়াপ্ত সোনার পেস্টের ওজন 949 গ্রাম ।

Etv Bharat
বিএসএফের জালে কেরলের বাসিন্দা

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 7:01 PM IST

কলকাতা, 20 নভেম্বর: ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এক সোনা পাচারকারীকে রবিবার রাতে আটক করল বিএসএফ । কেরলের বাসিন্দা ওই পাচাকারীর অন্তর্বাসে প্রায় 58 লাখ 36 হাজার 350 টাকার সোনার পেস্ট লুকানো ছিল । বিএসএফের ফ্রিস্কিং পয়েন্টে মেটাল ডিটেক্টরে ধৃতের শরীরে সোনার উপস্থিতি ধরা পড়ে । বাজেয়াপ্ত সোনার পেস্টের ওজন 949 গ্রাম । আটক করার পর তাকে পেট্রাপোল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয় ৷ এদিকে এই নিয়ে চলতি সপ্তাহে বিএসএফ তৃতীয়বার বড় অঙ্কের সোনা বাজেয়াপ্ত করে ৷

বিএসএফের দাবি, দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা এক সপ্তাহের মধ্যে তিনটি সোনা চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করেছে ৷ সূত্রের খবর, গতকাল দক্ষিণবঙ্গ সীমান্তের পেট্রাপোলের জওয়ানরা এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেন । শাক্কির পামবাথুভালাপ্পিল সুলাইমান নামের ওই ধৃত ব্যক্তি অন্তর্বাসে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করছিল । রুটিন তল্লাশির সময় পাসপোর্ট নং X5483114-সহ নিরাপত্তা ক্লিয়ারেন্সের জন্য বিএসএফ ফ্রিস্কিং পয়েন্টে তাকে পাকড়াও করা হয় । মেটাল ডিটেক্টরে তার শরীরের নীচে একটি ধাতব পদার্থের উপস্থিতি পাওয়া যায় । শুরু হয় ব্যাপক তল্লাশি । সেই সময় যাত্রীর কাছ থেকে জেল আকারে সোনার একটি প্লাসটিকের প্যাকেট উদ্ধার করা হয় । যা তার অন্তর্বাসে লুকিয়ে রাখা হয়েছিল । সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় ।

বিএসএফ জানিয়েছে, 36 বছর বয়সি ধৃত ব্যক্তি কেরলের ত্রিশুর জেলার বাসিন্দা । জিজ্ঞাসাবাদের সময় সে জানায়, দুবাই থেকে বিমানে আসার সময় তার দুই বন্ধু আবিদ র/ও ভিল-পারমবুলিবু তাকে ওই সোনা কলকাতায় নিয়ে যেতে বলেছিল । এই কাজের জন্য আবিদ তাকে 20 হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয় । এই প্রস্তাবে রাজি হয়ে চালানটি নিয়েছিল সে । চালানটি নিয়ে বিমানে ঢাকায় আসেন । তারপর বাসে বেনাপোল ৷ কিন্তু, প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত ব্যক্তি তাকে তল্লাশি করে এবং সোনার চালান-সহ আটক করে ।

এই ঘটনায় বিএসএফ দক্ষিণবঙ্গের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য্য এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা গরিব ও নিরীহ মানুষকে অল্প পরিমাণ অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । কুখ্যাত চোরাকারবারীদের দল সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয়, তাই তারা দরিদ্র মানুষকে টার্গেট করে ।"

তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেন যে, যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য তাদের নজরে আসে তবে তাঁরা বিএসএফের সীমাসাথী হেল্পলাইন নম্বর 14419-এ তা জানাতে পারেন । এর পাশাপাশি দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 ৷ এতে হোয়াটসঅ্যাপ স্বর্ণ চোরাচালান সম্পর্কিত বার্তা বা ভয়েস বার্তাও পাঠানো যেতে পারে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে একটি উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।

আরও পড়ুন :

1 ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 8টি সোনার বিস্কুট, ধৃত পাচারকারী

2বাইকের এয়ার ফিলটারে লুকিয়ে পাচারের চেষ্টা, বাগদায় 14 কোটি টাকার সোনা-সহ আটক 1

ABOUT THE AUTHOR

...view details