কলকাতা, 12 নভেম্বর : বেড়াতে গেছিলেন সাগরদ্বীপে । বুলবুলের তাণ্ডবের পর ফেরার উপায় ছিল না । প্রবল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন 55 জন পর্যটক । শেষমেশ নবান্নের উদ্যোগে ঘরে ফিরলেন তাঁরা ৷
নবান্নর উদ্যোগ, ফিরলেন সাগরদ্বীপে আটকে পড়া 55 পর্যটক - নবান্নের উদ্যোগে ঘরে ফিরলেন
বুলবুলের তাণ্ডবের পর ফেরার উপায় ছিল না । দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন 55 জন পর্যটক । শেষমেশ নবান্নর উদ্যোগে সাগরদ্বীপে থেকে ঘরে ফিরলেন 55 জন পর্যটক ৷
সাগরদ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়েন 55 জন ৷ খবর পৌঁছায় নবান্নে । মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হন তাঁদের উদ্ধার করতে । নির্দেশ দেন দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনকে । তড়িঘড়ি তাদের ঘরে ফেরানোর কাজ শুরু হয়৷ শনিবার সন্ধ্যায় সাগরদ্বীপের উপর আছড়ে পড়ে বুলবুল । রীতিমতো তাণ্ডব চালায় সাগরদ্বীপ সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় । ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে যোগাযোগ করাও খুব কঠিন হয়ে উঠেছিল ৷ সাগরের বেশিরভাগ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ত্রাণ শিবিরে । বুলবুলের আগেই উইকেন্ডে ছুটি কাটাতে সেখানে হাজির হন বেশ কয়েকজন ৷ তাদের মধ্যে 55 জন ফিরতে পারেননি । পাচ্ছিলেন না ন্যূনতম পরিষেবা ।
খবর পৌঁছায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে । তিনি দক্ষিণ 24 পরগনার জেলাশাসক পি উলগানাথনকে নির্দেশ দেন বিষয়টি নিয়ে পদক্ষেপ করতে । গতকাল তাঁদের উদ্ধার করে ঘরে ফিরিয়ে দিয়েছে প্রশাসন ।