কলকাতা, 23 ডিসেম্বর : প্রতি বছরই বড়দিনে নতুন সাজে নজর কাড়ে পার্ক স্ট্রিট ৷ এই বছরের বড়দিনে পার্ক স্ট্রিটের বিশেষ আকর্ষণ হল ৫৪ ফুটের ক্রিসমাস ট্রি (Christmas Celebration at Park Street) । মূল গাছের উচ্চতা ৫০ ফুট এবং তার উপরে আছে একটি চার ফুটের তারা। গাছটির ব্যাস হল ৩০ ফুট। বড়দিনের উৎসবে পার্ক স্ট্রিটে ভ্রমণকারী এই বিশালকার ক্রিসমাস ট্রি-কে দেখতে পাবেন এপিজে সুরেন্দ্র গ্রূপের সৌজন্যে। সংস্থার জনসংযোগ আধিকারিকের মতে এটি কলকাতার ইতিহাসে সর্বোচ্চ ক্রিসমান ট্রি । পার্ক স্ট্রিটে এপিজে সুরেন্দ্র গ্রূপের অফিসের সামনেই শোভা পাবে এই গাছটি।
এখানেই শেষ নয় ৷ এই বিশালাকার ক্রিসমাস ট্রি-র একপাশে শোভা পাবে একটি সাত ফুট লম্বা সান্তাক্লোজের মূর্তি এবং অন্যপাশে থাকবে একটি সাত ফুট লম্বা পরীমূর্তি। সমগ্র প্রকল্পটি এপিজে সুরেন্দ্র গ্রূপের অধিকর্তা, শ্রীমতি প্রীতি পালের মস্তিস্কপ্রসূত। বৃহস্পতিবার বিকেলে গাছটিতে লাগানো আলোগুলি জ্বালিয়ে এর উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ ছোটোবড় ১৬১ তারা, ৩৫০টি বল, ৩০০টি ঘন্টা, ১০০টি গিফট বাক্স, দেড় লাখের উপর এলইডি আলো দিয়ে গাছটিকে সাজানো হয়েছে।