কলকাতা, 26 ডিসেম্বর: বড়দিনের রাতেই শহরের উত্তর থেকে মধ্য ও দক্ষিণ প্রান্তে ছুটতে দেখা গেল বিনা হেলমেটের বাইক চালকদের । তার ফলেই গতকাল রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য মোট 532টি মামলা রুজু করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ । এর মধ্যে অন্যতম হল বিনা হেলমেটের বাইক সওয়ারি ।
শহরের বিভিন্ন প্রান্তে গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বিনা হেলমেটে যাতায়াত করা মোট 199টি বাইক চালক এবং বাইক মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । পাশাপাশি শহরে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে 108টি মামলা দায়ের হয়েছে । এছাড়াও মদ্যপান করে গাড়ি চালানো এবং পুলিশের সঙ্গে অভব্য আচরণের ঘটনায় 103টি মামলা দায়ের হয়েছে । বাইক চালকের মাথায় যেমন হেলমেট নেই ঠিক তেমন বাইকের পিছনে বসা ব্যক্তির মাথাতেও হেলমেট নেই এমন ঘটনায় 92টি মামলা রুজু করেছে পুলিশ ।
এছাড়াও বড়দিনের রাতে পুলিশের সঙ্গে অভব্য আচারণ থেকে শুরু করে মহিলাদের কটূক্তি ও সরকারি কর্মীদের কাজে বাধাদান-সহ একাধিক ধারায় মোট 288 জনকে গ্রেফতার করেছে লালবাজার । এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান চালিয়ে 50.4 লিটার উত্তেজক পানীয় বাজেয়াপ্ত করেছে বিভিন্ন থানার পুলিশ ।
লালবাজার সূত্রের খবর, বড়দিনের রাত থেকে একেবারে বর্ষবরণ পর্যন্ত পার্কস্ট্রিট-সহ শহরের বিভিন্ন প্রান্তে পুলিশি নজরদারি ব্যবস্থা এমনই থাকবে । এছাড়াও ট্রাফিক ব্যবস্থায় বিশেষ নজরদারি চালাবেন পুলিশকর্মীরা । জায়গায় জায়গায় চলবে বিশেষ নাকা চেকিংয়ের বন্দোবস্ত । এছাড়াও পার্কস্ট্রিট সংলগ্ন বিভিন্ন জায়গা যেখানে একসঙ্গে প্রচুর লোক জড়ো হয়ে থাকেন সেই সকল জায়গার পাশে থাকা উঁচু ছাদ থেকে নজরদারি চালাবেন কলকাতা পুলিশের কনস্টেবল পদমর্যাদার জেলার পুলিশকর্মীরা ।