কলকাতা, 27 জুন : 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে 521 জন ব্যক্তির শরীরে কোরোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 16,711 ৷ গত 24 ঘণ্টায় কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 254 জন ৷ এখনও পর্যন্ত মোট 10,789 জন কোরোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 5,293 জন ৷ মৃত্যু হয়েছে 629 জনের ৷ যার মধ্যে গত 24 ঘণ্টায় 13 জন মারা গেছেন ৷
রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত 521, মৃত 13 জন - west bengal corona update
গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 254 জন ৷ এনিয়ে এখন পর্যন্ত মোট 10,789 জন কোরোনায় আক্রান্ত সুস্থ হয়েছেন ৷
রাজ্যে সরকারের স্বাস্থ্যদপ্তরের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার 64.56 শতাংশ ৷ গতকাল পর্যন্ত রাজ্যে মোট চার লাখ 48 হাজার 795 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ আজ নতুন করে নয় হাজার 548 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে এপর্যন্ত প্রতি 10 লাখে পাঁচ হাজার 93 জন ব্যক্তির কোরোনা পরীক্ষা করা হয়েছে ৷ এই সপ্তাহে নতুন করে আরও একটি ল্যাবরেটরি যুক্ত হয়েছে ৷ সব মিলে 50 টি ল্যাবরেটরিতে পরীক্ষা চলছে সংগৃহীত নমুনার ৷
বর্তমানে রাজ্যে মোট সরকারি কোয়ারানটিন সেন্টার রয়েছে 582টি ৷ এপর্যন্ত সরকারি কোয়ারানটিন সেন্টারে রয়েছে 7 হাজার 181 জন ৷ ছাড়া পেয়েছে 94 হাজার 993 জন ৷ বর্তমানে হোম কোয়ারানটিনে রয়েছেন 84 হাজার 291 জন ৷