পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

MGNREGA: 100 দিনের কাজে রাজ্যের বকেয়া সাড়ে 5 হাজার কোটি, অভিষেকের প্রশ্নে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

100 দিনের কাজে রাজ্যের বকেয়ার পরিমাণ কত, তা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ডায়মন্ড হারবারের সাংসদের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের 100 দিনের কাজে বকেয়া টাকার অঙ্কটা 5000 কোটি (5000 crore due to West Bengal for MGNREGA) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 21, 2022, 10:56 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর:দীর্ঘ সময় রাজ্যকে 100 দিনের কাজের জন্য প্রাপ্য বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার । এই নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি । মুখ্যমন্ত্রীর দরবারেও কাজ হয়নি । এই অবস্থায় 100 দিনের কাজ (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) নিয়ে রাজ্যের বকেয়ার পরিমাণ কত, তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

সংসদে এদিন এর জবাবও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি । কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই বকেয়ার পরিমাণ সাড়ে 5 হাজার কোটি টাকা । তবে কী কারণে রাজ্যের টাকা আটকে রয়েছে, তার কোনও সদুত্তর দিতে পারেননি মন্ত্রী । রাজ্যের পাওনা নিয়ে সংসদে বারবারই সরব হয়েছেন তৃণমূল সাংসদরা । এবার সেই বিষয়ে সরকারকে প্রশ্নের মুখে ফেললেন অভিষেকও ।

এদিন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মনরেগার অধীনে সরঞ্জামের খরচ বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া, 2021-22 অর্থবর্ষে 2,221 কোটি টাকা এবং 2022-23 অর্থবর্ষে 864 কোটি টাকা । সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, 100 দিনের কাজে শ্রমিকদের মজুরি বাবদ পশ্চিমবঙ্গের বকেয়া 2021-22 অর্থবর্ষে 1,916 কোটি টাকা এবং 2022-23 অর্থবর্ষে কেন্দ্রের কাছে পাওনা রয়েছে 832 কোটি টাকা । কেন্দ্রের রিপোর্ট আরও জানাচ্ছে, পশ্চিমবঙ্গ ছাড়া কোনও রাজ্যে এত টাকা বকেয়া নেই ।

আরও পড়ুন: বছর শেষে 100 দিনের বরাদ্দে কেন্দ্রের 'চালাকি' দেখছেন মমতা

প্রসঙ্গত, এই 100 দিনের বকেয়া নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকি বাংলার দাবি নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতও করেছেন । লিখিতভাবে রাজ্যের বকেয়ার তালিকা তুলে দিয়েছেন তাঁর হাতে । এখানেই শেষ নয়, রাজ্যের বকেয়া আদায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ।

এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, রাজ্য যেখানে 100 দিনের (MGNREGA) কাজের প্রকল্প রূপায়ণে দেশের শীর্ষস্থানে থাকত, সেখানে টাকা বকেয়া রেখে রাজ্যকে একরকম বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে বলেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Central Govt) ৷

ABOUT THE AUTHOR

...view details