পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 500 বেডের কোয়ারানটিন সেন্টার - CFSL

COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে চলার কারণে সরকারি-বেসরকারি হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলছে । তেমনই আরও বেশি সংখ্যায় কোয়ারানটিন সেন্টার চালুর প্রক্রিয়াও চলছে ।

সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 500 বেডের কোয়ারানটিন সেন্টার
সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 500 বেডের কোয়ারানটিন সেন্টার

By

Published : May 14, 2020, 10:09 PM IST

কলকাতা, 14 মে: রাজারহাটে অবস্থিত সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি(CFSL)-তে এবার 500 বেডের কোয়ারানটিন সেন্টার চালু করছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর । এছাড়া COVID-19 নির্ণয়ে নমুনা সংগ্রহের জন‍্য রাজারহাট অঞ্চলে অবস্থিত রেকজোয়ানি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকে নোডাল সেন্টার হিসাবে চালু করা হচ্ছে ।

দেশজুড়ে বাড়ছে COVID-19-এ আক্রান্তের সংখ্যা । এ রাজ্যেও বেড়ে চলেছে সংক্রমণের হার । পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে COVID-19-এর জন্য টারশিয়ারি লেভেলের হাসপাতাল হিসাবে চিহ্নিত করা হয়েছে ‌। টারশিয়ারি লেভেল অর্থাৎ, COVID-19-এর চিকিৎসার জন্য যে হাসপাতালগুলিকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সর্বোচ্চ স্তরে রয়েছে । যে কারণে এখানে এমন ব্যবস্থা চালু করার কথা জানানো হয়েছে । এতে COVID-19 সন্দেহে ভরতি হওয়া রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে । তেমনই COVID-19-এ আক্রান্তদেরও চিকিৎসা চলবে । পাশাপাশি যদি কোনও COVID-19 আক্রান্তের অন্য কোনও সমস্যা থাকে সেই চিকিৎসাও চলবে এখানকার সংশ্লিষ্ট বিভাগের ওয়ার্ডে । যেমন COVID-19-এ আক্রান্ত অন্তঃসত্ত্বার চিকিৎসা চলবে এখানকার গাইনি বিভাগের ওয়ার্ডে । তেমনই কোনও আক্রান্তের অর্থোপেডিক বা সার্জিক্যাল সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিভাগের ওয়ার্ডে তার চিকিৎসা চলবে । একইভাবে কোরোনায় আক্রান্ত শিশুর চিকিৎসা চলবে সংশ্লিষ্ট বিভাগের ওয়ার্ডে ।

COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে চলার কারণে সরকারি-বেসরকারি হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া চলছে । তেমনই আরও বেশি সংখ্যায় কোয়ারানটিন সেন্টার চালুর প্রক্রিয়াও চলছে । এই প্রক্রিয়ার অঙ্গ হিসাবে রাজারহাটে অবস্থিত CFSL-এ 500 বেডের কোয়ারানটিন সেন্টার শীঘ্রই চালু করা হবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর । এর পাশাপাশি রাজারহাটে অবস্থিত রেকজোয়ানি ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকে COVID-19 নির্ণয়ের জন্য নোডাল সেন্টার হিসেবে চালু করা হচ্ছে । CFSL-এ যাদেরকে কোয়ারানটিনে রাখা হবে তাদের COVID-19 নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহের কাজ করবে এই ব্লক প্রাইমারি হেলথ সেন্টার ।

ABOUT THE AUTHOR

...view details