পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Money Recovery: গড়িয়াহাটের পর এবার পার্ক স্ট্রিট, উদ্ধার নগদ 1 কোটি টাকা - কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স

ফের শহর কলকাতায় উদ্ধার হল নগদ টাকা (Money Recovered from Kolkata) ৷ পার্ক স্ট্রিটে একটি গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয় ৷ একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Money Recovery
Money Recovery

By

Published : Feb 20, 2023, 7:36 PM IST

Updated : Feb 20, 2023, 7:46 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: গড়িয়াহাটে কোটি টাকা উদ্ধারের পর ফের শহর কলকাতায় টাকা উদ্ধারের ঘটনা ঘটল (Money Recovered from Kolkata) । এবার ঘটনাস্থল পার্ক স্ট্রিট থানা (Park Street PS) এলাকা । একটি সন্দেহজনক গাড়িকে থামিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে মোট 1 কোটি টাকা । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও (Kolkata Police STF) গুন্ডা দমন শাখার গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে সেখান থেকে এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার করেছে বলে লালবাজার (Lalbazar) সূত্রের খবর ।

গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, এদিন আগাম খবর পেয়ে সন্দেহজনক একটি গাড়ি আটকায় পুলিশ । গাড়ির মধ্যে ছিলেন গাড়ি চালক ও রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক ব্যক্তি । গাড়ির ডিকি খুলতে বলা হলে সেখান থেকে একটি ব্যাগ উদ্ধার হয় ৷ ওই ব্যাগ থেকে উদ্ধার হয় মোট 1 কোটি টাকা । 500 ও 2000 টাকার নোট ছিল সেখানে ।

পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণে অর্থ নিয়ে তিনি কোথা থেকে কোন জায়গার উদ্দেশে যাচ্ছিলেন সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনও উত্তর দিতে পারেননি রাজেশ আগারওয়াল নামে নিউ আলিপুরের ওই ব্যক্তি । এর পরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । আগামিকাল, মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় অগ্রগতি পেতে চাইবেন তদন্তকারী আধিকারিকরা ।

সম্প্রতি গড়িয়াহাট এলাকায় তল্লাশি অভিযান চালানোর পর একটি সন্দেহজনক গাড়ি থেকে মোট এক কোটি টাকা বাজেয়াপ্ত করেছিল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা । এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ । ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের খাস কলকাতা থেকে উদ্ধার হল 1 কোটি টাকা ।

আরও পড়ুন:সিআইডি ও এসটিএফের অভিযানে উদ্ধার 5 কোটি টাকার মাদক ও নিষিদ্ধ ট্যাবলেট, গ্রেফতার 6

Last Updated : Feb 20, 2023, 7:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details