পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mayors Clinic: মেয়র্স ক্লিনিকে বসল 50 লক্ষ মূল্যের থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্র

একাধিক পরিষেবার পাশাপাশি এবার থ্যালাসেমিয়া রোগ নির্ণয় করা হবে মেয়র্স ক্লিনিকে (New Machine at Mayors Clinic) ৷ 50 লক্ষ টাকা খরচ করে আধুনিক রক্ত পরীক্ষার এই যন্ত্র বসানো হয়েছে ৷ মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) উদ্বোধন করলেন যন্ত্রটির ৷

thalassemia diagnostic equipment
মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Jan 4, 2023, 10:44 PM IST

কলকাতা, 4 জানুয়ারি: বিনামূল্যে ডায়ালিসিস, ক্যানসার নির্ণয়ের পর এবার বিনামূল্যে নাগরিকরা থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে পারবেন । মেয়র্স ক্লিনিকে (Mayors Clinic) বসল আধুনিক রক্ত পরীক্ষার যন্ত্র । যার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা । থ্যালাসেমিয়া-সহ একাধিক রোগের রক্ত পরীক্ষা করা যাবে এই এক যন্ত্রের মাধ্যমে । এই যন্ত্রের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ।

অনুষ্ঠানে মেয়র ছাড়াও হাজির ছিলেন কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস-সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । এত দিন বিভিন্ন জায়গায় রক্ত পরীক্ষা করতে যেতে হতো নাগরিকদের । এখন থেকে বোরো নাইনে একাধিক রোগের রক্ত পরীক্ষা করা যাবে । আধুনিক রক্ত পরীক্ষার এই মেশিন ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে রয়েছে । এবার পৌরনিগমের তৎপরতায় মেয়র্স ক্লিনিকে বসল এই যন্ত্র (50 lakh rupees cost thalassemia diagnostic equipment installed) ৷

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) আগামিদিনে পরিকল্পনা রয়েছে এই পরিষেবা প্রত্যেক বোরোতে দেওয়ার । অর্থাৎ এই আধুনিক যন্ত্র বসানো হবে শহরের সব বোরোগুলিতে । এটা প্রথম চেতলা মেয়রস ক্লিনিকে নিয়ে আসা হল । উদ্বোধনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা সম্প্রতি কিছু পলি ক্লিনিকও খুলছি । স্পেশালাইজ চিকিৎসক আসছেন এখানে বসবেন । সেরকম কোন রোগী আসলে রেফার করা হবে । আমাদের হাতের বাইরে হলে এসএসকেএম এ পাঠিয়ে দেব । প্রাইমারির স্বাস্থ্য কেন্দ্রের কাজই হচ্ছে প্রথম পর্যায়ের বিষয়টা দেখা । এরপর সেকেন্ডারি কিছু হলে তখন তাকে বড়ো হাসপাতালে রেফার করা ।"

তিনি আরও বলেন, "এসএসকেএমএ যেভাবে ভিড় হয়, তাতে দেখা যায় লিভার প্রতিস্থাপনের রোগীর পাশে দাঁড়িয়ে আছে গ্যাস্টিকের রোগী । সেই জন্য আমরা চেষ্টা করছি প্রাইমারি ফ্যাসিলিটিকে এমনভাবে তুলে আনতে, যাতে আমরা সুপার স্পেশালিটিতে রেফার করতে পারব ।"

আরও পড়ুন:বর্ষার আগেই পামার বাজার পাম্পিং স্টেশনের কার্যক্ষমতা দ্বিগুণ করতে চায় পৌরনিগম

উল্লেখ্য, সম্প্রতি সরকারি হাসপাতালগুলির থেকে কিছুটা চাপ কমানোর জন্য বিনামূল্যে তিন ধরণের ক্যানসার নির্ণয়ের পরিষেবা চালু করেছে কলকাতা পৌরনিগম । চেতলা ক্লিনিকসে এই সেন্টার হয়েছে । মুখগহ্বর, সার্ভাইক্যাল ও স্তন ক্যানসার নির্ণয়ের পরিষেবা দেওয়া হচ্ছে । 16টি বোরোতেই এই তিন ধরণের ক্যানসার নির্ণয় শিবির তৈরি হয়েছে । অবস্থা বুঝে নিখরচায় জরুরি ব্যয় সাপেক্ষ পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে । ক্লিনিকে দেখানোর পর পৌরনিগমের সহায়তায় ইএম বাইপাস লাগোয়া শহরের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে প্যাপস্মিয়ার, ম্যামোগ্রাফি বা বায়োপ্সি পরীক্ষা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details