কলকাতা, 4 জানুয়ারি: বিনামূল্যে ডায়ালিসিস, ক্যানসার নির্ণয়ের পর এবার বিনামূল্যে নাগরিকরা থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে পারবেন । মেয়র্স ক্লিনিকে (Mayors Clinic) বসল আধুনিক রক্ত পরীক্ষার যন্ত্র । যার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা । থ্যালাসেমিয়া-সহ একাধিক রোগের রক্ত পরীক্ষা করা যাবে এই এক যন্ত্রের মাধ্যমে । এই যন্ত্রের উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) ।
অনুষ্ঠানে মেয়র ছাড়াও হাজির ছিলেন কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস-সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা । এত দিন বিভিন্ন জায়গায় রক্ত পরীক্ষা করতে যেতে হতো নাগরিকদের । এখন থেকে বোরো নাইনে একাধিক রোগের রক্ত পরীক্ষা করা যাবে । আধুনিক রক্ত পরীক্ষার এই মেশিন ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালে রয়েছে । এবার পৌরনিগমের তৎপরতায় মেয়র্স ক্লিনিকে বসল এই যন্ত্র (50 lakh rupees cost thalassemia diagnostic equipment installed) ৷
কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) আগামিদিনে পরিকল্পনা রয়েছে এই পরিষেবা প্রত্যেক বোরোতে দেওয়ার । অর্থাৎ এই আধুনিক যন্ত্র বসানো হবে শহরের সব বোরোগুলিতে । এটা প্রথম চেতলা মেয়রস ক্লিনিকে নিয়ে আসা হল । উদ্বোধনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা সম্প্রতি কিছু পলি ক্লিনিকও খুলছি । স্পেশালাইজ চিকিৎসক আসছেন এখানে বসবেন । সেরকম কোন রোগী আসলে রেফার করা হবে । আমাদের হাতের বাইরে হলে এসএসকেএম এ পাঠিয়ে দেব । প্রাইমারির স্বাস্থ্য কেন্দ্রের কাজই হচ্ছে প্রথম পর্যায়ের বিষয়টা দেখা । এরপর সেকেন্ডারি কিছু হলে তখন তাকে বড়ো হাসপাতালে রেফার করা ।"