কলকাতা, 8 ডিসেম্বর: আমরণ অনশনে বসলেন কলকাতা মেডিক্যাল কলেজের 5 পড়ুয়া (5 Students of Kolkata Medical College on Hunger Strike) ৷ তবে, আরও কেউ এই অনশনে যোগ দিতে চাইলে আসতে পারবেন বলে জানিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা ৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন চলছে মেডিক্যালে । এবার অনশনে বসলেন পড়ুয়ারা ৷ এদিন মেডিক্যালের আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, যতদিন না তাঁদের দাবি মানা হচ্ছে, ততদিন এই অনশন চলবে ৷ আর অনশনকারী পড়ুয়াদের কিছু হলে, তার দায় অধ্যক্ষ এবং কর্তৃপক্ষের বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷
মূলত, ছাত্র সংসদ নির্বাচন করা নিয়ে গত কয়েকমাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসক পড়ুয়ারা ৷ তাদের প্রধান দাবি, মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে ৷ আর তা করতে হবে কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত এবছরের 22 ডিসেম্বর ৷ পাশাপাশি, গত মঙ্গলবার সকাল থেকে বন্ধ ছিল কলকাতা মেডিক্যাল কলেজের সেন্ট্রাল ল্যাব ৷ কার নির্দেশে সেই ল্যাব বন্ধ রাখা হয়েছে, তার জবাব দাবি করেছেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷
অন্যদিকে, অভিযোগ উঠেছে মঙ্গলবার ছাত্র নির্বাচনের দাবিতে ঘেরাও কর্মসূচি চলাকালীন এক অধ্যাপিকা আন্দোলন চলাকালীন পড়ুয়াদের গায়ে হাত তোলেন ৷ সেন্ট্রাল ল্যাব বন্ধ রাখা এবং আন্দোলনকারী পড়ুয়াদের অধ্যাপিকার মারধর করার ঘটনায় তদন্তের দাবি করেছেন তাঁরা ৷ মূলত এই তিনদফা দাবিতে আজ দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মেডিক্যালের 5 পড়ুয়া ৷ তবে, সামনেই মেডিক্যালের পরীক্ষা রয়েছে ৷ সেই কারণে বইপত্র নিয়েই অনশন মঞ্চে যোগ দিয়েছেন সকলে ৷