পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar: সরকারি সুবিধা নিতে ষষ্ঠ দুয়ারে সরকারের প্রথমদিনই শিবিরে হাজির বাংলার সাড়ে 5 লক্ষ মানুষ

শনিবার রাজ্যজুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ৷ ষষ্ঠ দফার এই দুয়ারে সরকারে প্রথমদিন রাজ্যের সাড়ে 5 লক্ষ মানুষ শিবিরে হাজির হয়েছিলেন ৷ এদিন এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

Duare Sarkar
Duare Sarkar

By

Published : Apr 1, 2023, 7:40 PM IST

Updated : Apr 1, 2023, 8:11 PM IST

কলকাতা, 1 এপ্রিল: পঞ্চায়েতের আগে দুয়ারে সরকার ক্যাম্পে ব্যাপক সাড়া । শনিবার থেকেই শুরু হয়েছে ষষ্ঠ দফার দুয়ারে সরকার ক্যাম্প । চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত । তবে আবেদন করা যাবে আগামী 10 এপ্রিল পর্যন্ত । এবার দুয়ারে সরকার ক্যাম্পের প্রথম দিনেই সরকারি পরিষেবা নিতে হাজির হয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ । এদিন বিকেলে দুয়ারে সরকারের ক্যাম্পের এই সাফল্যের কথা জানান বাংলার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

তিনি বলেন, ‘‘দুয়ারে সরকারের প্রথম দিনে বিকেল সাড়ে চারটে অব্দি শুধু সামাজিক সুরক্ষা প্রকল্পে 1 লক্ষ 70 হাজার মানুষ পরিষেবা গ্রহণের জন্য বিভিন্ন প্রান্তের ক্যাম্পে এসেছেন । আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্পগুলি ব্যাপক সাফল্য পেয়েছে ।’’

তিনি জানান, এই মুহূর্তে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আলাদা করে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক নয় । তাই এই প্রকল্পের পরিষেবা নিতেও লক্ষ লক্ষ মানুষ আজ লাইনে দাঁড়িয়েছেন । এই প্রকল্পে নাম নথিভূক্ত করেছেন 1 লক্ষ 35 হাজার মানুষ । একই সঙ্গে মুখ্য সচিব জানিয়েছেন, এদিন বিকেল চারটে পর্যন্ত 21 হাজারের বেশি মহিলা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে ।

এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে বহু মানুষ ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে নতুন ব্যবসার অর্থের সংস্থানের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন মুখ্যসচিব । একই ভাবে বাংলা কৃষি সেচ যোজনায় প্রায় সাতশোর মতো আবেদন জমা পড়েছে বলে তিনি জানান ।

এদিন মুখ্যসচিব আরও জানিয়েছেন, বারুইপুরের বাসিন্দা মলিনা দাসকে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই হাঁটু পরিবর্তনের জন্য দ্রুত স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে । একই সঙ্গে সৌমজিৎ পাত্র নামক জনৈক ছাত্রের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থাও এদিন দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব ।

এদিন মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন দুয়ারে সরকারের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে সরকারি পরিষেবার সুযোগ করে দিতে এই সরকার বদ্ধপরিকর । তিনি জানান, সারাদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ছবি ভিডিয়ো তাদের কাছে এসেছে । মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য সরকার সচেতন । এর জন্য বিভিন্ন জেলার জেলাশাসক থেকে শুরু করে সরকারি আমলারা এই পরিষেবা প্রদান কর্মসূচিতে যুক্ত রয়েছে ।

এদিন দিনের শেষে যতদূর জানা গিয়েছে, দুয়ারে সরকারের মোট 15 হাজার 132টি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে রাজ্যে । এই ক্যাম্পে মোট 5 লক্ষ 53 হাজার 132 জন মানুষ এসেছেন । পরিষেবা গ্রহণের নিরিখে পহেলা নম্বরে রয়েছে মুর্শিদাবাদ জেলা ।

আরও পড়ুন:আজ থেকে চালু দুয়ারে সরকার কর্মসূচি, মিলবে বিধবা ভাতা-সহ চারটি নতুন পরিষেবা

Last Updated : Apr 1, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details