কলকাতা, 26 জুলাই: রাজ্যে সবুজ বাজি তৈরিতে বাড়তি জোর দিচ্ছে প্রশাসন। সবুজ বাজি তৈরির কৌশল শেখাতে আতসবাজির প্রস্তুতকারকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । আজ 26 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত দক্ষিণ 24 পরগনার মহেশতলা থানার ঝাউতলা এলাকায় এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের কর্মী ও আধিকারিকরা এই প্রশিক্ষণ দেবেন। পাঁচদিনের এই কর্মশালায় অংশ নেবেন 200টি বাজি উৎপাদন কেন্দ্রের কর্মীরা।
এই কর্মশালার নেতৃত্বে ইনস্টিটিউটের আধিকারিক বিজ্ঞানী সাধনা রায়ালু । তিনি বলেন, "আমরা বাংলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ দফতর থেকে সবুজ বাজি উৎপাদনে প্রস্তুতকারকদের প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব পেয়েছি । বুধবার থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে । গত বছরের ডিসেম্বরে দক্ষিণ 24 পরগনার বজবজ থানা নন্দরামপুর গ্রামেও সবুজ পটকা উৎপাদনে হাতে-কলমে প্রশিক্ষণ এবং প্রদর্শন প্রদান করা হয়।"
Green Fire Crackers: সবুজ বাজি তৈরিতে আগ্রহী সরকার, শুরু 5 দিনের কর্মশালা
রাজ্যে তৈরি হবে পরিবেশবান্ধব সবুজ বাজি ৷ আজ থেকে শুরু হল পাঁচদিনের কর্মশালা ৷ 200টি বাজি উৎপাদন কেন্দ্রের কর্মীরা এই কর্মশালায় অংশ নেবেন ৷
আরও পড়ুন : সবুজ বাজির ক্লাস্টার তৈরিতে দমকলের সঙ্গে বৈঠক পরিবেশ দফতরের
এই বিষয়ে প্রদেশ আতসবাজি ব্যবসায়ী সমিতির সুকদেব নস্কর বলেন, "প্রশিক্ষণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে । গতবছর হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অংশ থেকে প্রস্তুতকারকরা প্রশিক্ষণ নিয়েছিলেন। এবারও সরকার এ রাজ্যে সবুজ বাজি উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করে রাজ্যজুড়ে সবুজ আতসবাজির ক্লাস্টার তৈরির জন্য জমি খোঁজার কাজও শুরু হয়েছে ।" উল্লেখ্য, রাজ্যের লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহের জন্য আতসবাজি শিল্পের উপর নির্ভরশীল । মূলত এই অংশের মানুষের স্বার্থরক্ষা করতে ও দূষণ কমাতে সবুজ বাজি তৈরি-সহ নানান পদক্ষেপ নিচ্ছে সরকার ।