কলকাতা, 27 অগস্ট : মামলার পর মামলা জমছে । বিচারকের ঘাটতি । এই পরিস্থিতিতে আজ কলকাতা হাইকোর্টে শপথ নিলেন পাঁচ অতিরিক্তবিচারপতি । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের উপস্থিতিতে তাঁরা শপথ বাক্য পাঠ করেন । এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হয়েছে 36 ।
করোনা পরিস্থিতিতে এমনিতেই বিচার প্রক্রিয়ার উপর প্রভাব পড়েছে । তার উপর বিচারপতি কম থাকায় বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বাড়ছিল ক্রমাগত । তবে নতুন পাঁচ অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হওয়ায় সাধারণ প্রার্থীদের সমস্যা কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করছেন আইনজীবীরা । যদিও ঘাটতি থেকেই যাচ্ছে । হাইকোর্টে 72জন বিচারপতি থাকার কথা । সেখানে আরও 36 জনের ঘাটতি থাকছে ।