কলকাতা, 5 মে: পঞ্চায়েত ভোটের আগে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বাড়তি গুরুত্ব দিয়ে দুয়ারে সরকার ক্যাম্প গত এপ্রিল মাস ধরে অনুষ্ঠিত হয়েছে রাজ্যে । নবান্নের তথ্য বলছে, এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে পরিষেবা পেয়েছেন 47 লক্ষের বেশি মানুষ ।
এর মধ্যে সবচেয়ে বেশি উপভোক্তা সুযোগ পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন বিনামূল্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে । এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন প্রায় সাড়ে 16 লক্ষ মানুষ । এরপরে সবচেয়ে বেশি নাম নথিভুক্ত করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে । সংখ্যাটা নিতান্তই কম নয়, 11 লক্ষ । এরপরে সবচেয়ে বেশি নাম নথিভুক্ত হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পে । চার লক্ষের বেশি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে ।
এবার ছিল দুয়ারের সরকারের ষষ্ঠ সংস্করণ ৷ এপ্রিলের 1 তারিখ থেকে 30 পর্যন্ত চলেছে ক্যাম্প ৷ সারা রাজ্য়ে সব মিলিয়ে 93 হাজার 850টি ক্যাম্প করা হয় ৷ প্রশাসনিক মহল থেকে মনে করা হচ্ছিল, দুয়ারে সরকারের ষষ্ঠ সংস্করণের সাফল্যের উপর এবার পঞ্চায়েতের ভোট অনেকটা নির্ভর করবে । তাই এই ক্যাম্পগুলিতে এবার রেকর্ড সংখ্যক মানুষ আসবে বলে প্রশাসনের ধারণা ছিল । তবে পঞ্চম সংস্করণের রেকর্ড ভাঙতে পারল না এবারের দুয়ারে সরকার । দুয়ারে সরকারের পঞ্চম সংস্করণের ক্যাম্পগুলিতে এসেছিল এক কোটির বেশি মানুষ । এবারের ক্যাম্পগুলিতে তার অর্ধেক লোক এসেছে ৷