পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rare Surgery: অস্ত্রোপচারে বের হয়েছিল 46 কেজির টিউমার ! পাঁচমাস পর সম্পূর্ণ সুস্থ বৃদ্ধা

পাঁচমাস আগে কলকাতার (Kolkata) ঠাকুরপুকুরের একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালে (Private Cancer Hospital) এক বৃদ্ধার বিরল অস্ত্রোপচার (Rare Surgery) করা হয় ৷ তাঁর পেট কেটে বের করে আনা হয় 46 কিলোমগ্রাম ওজনের একটি টিউমার (46 KG Tumor) ! তারপর কী হল ?

46 KG Tumor removed by doctors from a 61 year old lady at a Private Cancer Hospital in Kolkata
বিরল অস্ত্রোপচারে সাফল্য ৷

By

Published : Dec 26, 2022, 5:56 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর:কলকাতার (Kolkata) ঠাকুরপুকুরের একটি বেসরকারি ক্যান্সার হাসপাতালে (Private Cancer Hospital) বিরল অস্ত্রোপচার (Rare Surgery) করেছিলেন চিকিৎসকরা ৷ এক বৃদ্ধার শরীর থেকে 46 কিলোমগ্রাম ওজনের একটি টিউমার (46 KG Tumor) বের করে এনেছিলেন তাঁরা ৷ বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই বৃদ্ধা ৷ উল্লেখ্য, সম্প্রতি কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও এক রোগীর শরীর থেকে 6 কেজির একটি টিউমার অস্ত্রোপচার করে কেটে বাদ দিয়েছিলেন ৷

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম সুস্মিতা দাস ৷ 61 বছর বয়সি সুস্মিতা বেহালার বাসিন্দা ৷ গত 15 বছর ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ একটানা ভুগছিলেন পেটের যন্ত্রণায় ৷ ঠিক মতো হাঁটতেও পারতেন না ৷ তাঁর শরীর পুরো বেঁকে গিয়েছিলেন ৷ শুরু হয়েছিল শ্বাসকষ্টের সমস্যা ৷ বিশেষ করে অস্ত্রোপচারের আগে শেষ সাতমাসে তাঁর অসুস্থতা আরও তীব্র আকার নেয় ৷

আরও পড়ুন:কলকাতার হাসপাতালে বিরল অস্ত্রোপচার, সেরে উঠলেন ভিনদেশের রোগী

পরিবারের তরফে প্রথমে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সুস্মিতাকে নিয়ে আসা হয় ঠাকুরপুকুরের এই ক্য়ানসার হাসপাতালে ৷ এই হাসপাতালের সার্জিক্যাল অঙ্কোলজিস্ট সুব্রত সাউয়ের তত্বাবধানে শুরু হয় চিকিৎসা ৷ ডা. সাউ এই প্রসঙ্গে জানান, "আমরা যখন প্রথম এই রোগীকে দেখি, সেই সময় তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল ৷ আমরা বিভিন্ন রকমের মেডিক্যাল সাপোর্ট দিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করি ৷ এরপর ছ'জন চিকিৎসকের একটি বোর্ড গঠন করা হয় ৷ আমরা ওঁর একটি সিটিস্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ তবে সেটাও আমাদের কাছে বিরাট চ্যালেঞ্জ ছিল ৷ শেষ পর্যন্ত ভেন্টিলেশনের সাপোর্ট দিয়ে আমরা ওঁর সিটি স্ক্যান করি ৷ সেই রিপোর্ট দেখেই আমরা জানতে পারি, সুস্মিতার পেটে একটি বিরাট আকারের টিউমার রয়েছে ৷"

চিকিৎসক আরও জানিয়েছেন, "এই টিউমারটির ওজন ছিল প্রায় 46 কেজি ৷ অথচ, রোগীর নিজের ওজন মাত্র 50 কেজির আশপাশে ৷ ফলে টিউমার পেটে থাকাকালীন রোগীর ওজন বেড়ে হয় প্রায় 100 কেজি ! এই কারণে ওঁকে হাসপাতালের শয্য়ায় রাখতেও সমস্যা হচ্ছিল ৷ ওঁর পরিবারের সদস্যদেরও সেই সমস্যার কথা জানানো হয়েছিল ৷ সমস্ত দিক বিবেচনা করে দেখার পর ওঁর পরিবারের সম্মতি নিয়েই আমরা অস্ত্রোপচার করি ৷ গত জুলাই মাসে অস্ত্রোপচার হয়েছিল ৷ সেই সময় রোগীর শরীর এতটাই বড় হয়ে গিয়েছিল যে, অস্ত্রোপচার চলাকালীন সর্বক্ষণ চারজন স্বাস্থ্যকর্মীকে অপারেশন টেবিলের চারপাশে দাঁড় করিয়ে রাখতে হয়েছিল ৷ কারণ, যে কোনও সময় ওই বৃদ্ধা অপারেশন টেবিল পড়ে যেতে পারতেন ! চিকিৎসকরা অপারেশন টেবিলের উপর উঠে তাঁর অস্ত্রোপচার করেছিলেন ! দু'ঘণ্টা পর অবশেষে আমরা তাঁর শরীর থেকে 46 কেজি টিউমারটি বের করে আনতে সক্ষম হই ৷ আইসিউ-তে কিছুদিন রাখার পর আমরা তাঁকে হাসপাতাল থেকে ছুটি দিয়েছিলাম ৷ বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ৷ ফের নিজে নিজে হাঁটাচলা করছেন ৷ নিয়মিত চেকআপেও আসছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details