কলকাতা, 14 মে : গোটা দেশজুড়ে বাড়ছে করোনার আতঙ্ক ৷ বাড়ছে সংক্রমণ ৷ একই ছবি রাজ্যেও ৷ দৈনিক সংক্রমণের গ্রাফ 20 হাজারেরও উপরে পশ্চিমবঙ্গে ৷ আংশিক লকডাউন জারি হয়েছে রাজ্যে ৷ বিমানবন্দরেও যাত্রীদের আনাগোনা কমেছে বিগত বেশ কিছুদিন ধরে ৷ এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 40 টি বিমানের উড়ান বাতিল করে দেওয়া হল ৷
যাত্রীসংখ্যা কমছে, কলকাতা থেকে 40টি বিমানের উড়ান বাতিল - Dumdum Airport
বিমানবন্দরে যাত্রীদের আনাগোনা কমেছে বিগত বেশ কিছুদিন ধরে ৷ এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দর থেকে প্রায় 40 টি বিমানের উড়ান বাতিল করে দেওয়া হল ৷
স্বাভাবিক সময়ে কলকাতা বিমানবন্দর থেকে প্রতিদিন গড়ে প্রায় 30 হাজার যাত্রী অন্যত্র উড়ে যান ৷ গতবছরের ধাক্কা কাটিয়ে ওঠার পর ফের স্বাভাবিক ছন্দে ফিরছিল নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ফেব্রুয়ারিতেও 20 হাজারের বেশি ছিল যাত্রী সংখ্যা ৷ কিন্তু দ্বিতীয় ঢেউ এবং তারপর দেশের বিভিন্ন প্রান্তে লকডাউন শুরু হওয়ার পর থেকেই ফের ধাক্কা খেয়েছে যাত্রীসংখ্যা ৷
যাত্রী সংখ্যা এতটাই কমে গিয়েছে বর্তমানে যে উড়ান সংস্থাগুলি বিমান পরিষেবা স্বাভাবিক রাখতে গিয়ে লাভের মুখ দেখতে পাচ্ছে না ৷ আর সেই কারণেই বিগত বেশ কিছুদিন ধরে একের পর এক উড়ান বাতিল হয়েছে ৷