পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুঁদঘাটে ম্যানহোলে তলিয়ে মৃত্যু 4 সাফাইকর্মীর

ম্যানহোলে তলিয়ে গেলেন চার সাফাইকর্মী ৷ প্রথমে চারজনকে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় মহম্মদ আলামগির ও জাহাঙ্গির আলমের ৷ পরে লিয়াকত আলি ও সাবির হুসেনের অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু পথেই তাদের মৃত্যু হয় ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Feb 25, 2021, 7:51 PM IST

Updated : Feb 25, 2021, 8:15 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : ম্যানহোলের ভিতর নিকাশির কাজ করতে গিয়ে মৃত্যু হল চার সাফাইকর্মীর ৷ কুঁদঘাটের 114 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷ মৃতদের নাম মহম্মদ আলামগির, জাহাঙ্গির আলম , লিয়াকত আলি, সাবির হুসেন ৷

আজ বেলা সাড়ে 12 টা নাগাদ একটি ম্যানহোলের ভিতর নিকাশির কাজ করতে নামে ওই চারজন সাফাইকর্মী ৷ কাজ চলাকালীন আচমকাই সাফাইকর্মীদের কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের ৷ পরে তারা ডাকাডাকি করলেও সাড়া না মেলায় পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরে ৷ কাদা-পাঁক মাখা সাফাইকর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধার করে তারা ৷ তারপর চারজনকেই উদ্ধার করে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালেই মহম্মদ আলামগির ও জাহাঙ্গির আলমের মৃত্যু হয় ৷ পরে লিয়াকত আলি ও সাবির হুসেনের অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাদের মৃত্যু হয় ৷

আরও পড়ুন :34 নং জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু দম্পতির

প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ মণ্ডল জানান, " সাফাইকর্মীরা কাজ করছিল ৷ হঠাৎই তাদের কোনও সাড়া না মেলায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ৷ পরে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও আসে ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৷ "

Last Updated : Feb 25, 2021, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details