কলকাতা, 25 অক্টোবর: রাজ্যের চারটি পুজো কমিটিকে দুর্গারত্ন পুরস্কার দিলেন রাজ্যপাল। নির্বাচিত পুজোগুলিকে 5 লক্ষ টাকা আর্থিক পুরস্কার-সহ-স্মারক দেওয়া হবে বলে জানা গিয়েছে। পুরস্কার মূল্য বাবাদ 5 লক্ষ টাকা দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সোমবার রাজভবন সূত্রে এমনটাই জানানো হয়েছে। জনসাধারণের পছন্দের ভিত্তিতে সেরা চারটি পুজোকে বেছে নেওয়া হয়েছে। আলো থেকে শুরু করে থিম, প্যান্ডেল এবং পরিবেশ সচেতনতা ভিত্তিতে সেরাদের বেছে নেওয়া হয়েছে। এই চার পুজো কমিটির তালিকায় কলকাতা ও জেলার পুজো রয়েছে । নির্বাচিত পুজোগুলির মধ্যে আছে উত্তর কলকাতার টালা প্রত্যয়। এর পাশাপাশি, কল্যাণীর আইটিআই প্যান্ডেল, বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং নেতাজি কলোনিকেও বেছে নেওয়া হয়েছে।
এদিন রাজভবন থেকে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস দুর্গারত্ন পুরস্কারের ঘোষণা করেছেন। বাঙালির শ্রেষ্ট উৎসব দুর্গাপুজো ৷ যে সমস্ত মণ্ডপের থিমে বাঙালিয়ানার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনগণের পছন্দ অনুযায়ী রাজ্যের চারটি প্যান্ডেলকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 'দুর্গারত্ন' পুরস্কারের জন্য জনসাধারণের কাছে মতামত চাওয়া হয়েছিল ৷ ইমেল করে রাজভবনে সেরা পুজোর নাম পাঠিয়েছিলেন নাগরিকরা ৷ তার ভিত্তিতেই বাছাই করা হয়েছে।