পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অত্যাবশ্যকীয় পণ্যের গাড়িতে তোলাবাজি, সাসপেন্ড 4 পুলিশকর্মী - nabanna

লকডাউনের মাঝে অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ি থেকে তোলাবাজি । সাসপেন্ড করা হল চার পুলিশকর্মীকে । তাদের মধ্যে তিনজন ASI এবং একজন কনস্টেবল ।

ছবি
ছবি

By

Published : Mar 30, 2020, 6:14 PM IST

কলকাতা, 30 মার্চ: লকডাউনের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণকারীদের কাছে তোলাবাজির অভিযোগ । সেই অভিযোগকে কেন্দ্র করে চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করল লালবাজার । তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ।

লকডাউনের মাঝে কোথাও কোথাও পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । কলকাতা পুলিশের এক OC-কে ফোন করে বলেছিলেন, " দোকান বন্ধ করে দিলে মানুষ খাবে কী ? " আবার প্রকাশ্যেই বলেছিলেন, "কেউ কেউ সবজির গাড়ি আটকাচ্ছে । এটা উপস্থিত বুদ্ধির অভাব ।" অর্থাৎ অত্যাবশ্যকীয় পণ্যের জোগান যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ।

অভিযোগ, নবান্নের অদূরে দ্বিতীয় হুগলি সেতুর কাছে পণ্যবোঝাই কিছু গাড়ির থেকে তোলাবাজি করা হয়েছে । ঘটনা শুক্রবার রাতের । শনিবার লালবাজারে এমনই অভিযোগ জানান এক ব্যবসায়ী । সেই সূত্র ধরে শুরু হয় তদন্ত । খতিয়ে দেখা হয় CCTV ফুটেজ । দেখা যায়, ঘটনায় যুক্ত হাওড়া এবং কলকাতা পুলিশের চারজন । তাদের মধ্যে তিনজন ASI এবং একজন কনস্টেবল ।

তাঁদের প্রত্যেককে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । ওই চার পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details