কলকাতা, 30 মার্চ: লকডাউনের মাঝে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণকারীদের কাছে তোলাবাজির অভিযোগ । সেই অভিযোগকে কেন্দ্র করে চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করল লালবাজার । তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ।
লকডাউনের মাঝে কোথাও কোথাও পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । কলকাতা পুলিশের এক OC-কে ফোন করে বলেছিলেন, " দোকান বন্ধ করে দিলে মানুষ খাবে কী ? " আবার প্রকাশ্যেই বলেছিলেন, "কেউ কেউ সবজির গাড়ি আটকাচ্ছে । এটা উপস্থিত বুদ্ধির অভাব ।" অর্থাৎ অত্যাবশ্যকীয় পণ্যের জোগান যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয় তা নিশ্চিত করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী ।