কলকাতা, 12 জানুয়ারি: আবারও রাজ্যে করোনার জেএন.1 ভ্যারিয়েন্ট আক্রান্তের সন্ধান ৷ এবার নতুন করে আক্রান্ত হলেন 4 জন ৷ 2 জানুয়ারি ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্সে পাঠানো হয়েছিল ৷ তার মধ্যে জিনোম সিকোয়েন্স করে দেখা গিয়েছে 8 জনের নমুনা করোনার জেএন.1 পজিটিভ এসেছে ৷ সবমিলিয়ে বর্তমানে রাজ্যে জেএন.1 ভ্যারিয়েন্টে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল দশ ৷
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ওমিক্রনের উপপ্রজাতির উপস্থিতির কথা জানিয়ে সতর্ক করেছেন ৷ সকলকে মাস্ক পরার কথাও বলেছেন ৷ এরপর আজ একটি অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য সচিবের মুখেও একই সুর শোনা গেল ৷ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "যারা জেএন.1 ভ্যারিয়েন্টে আক্রান্ত, তাঁদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি ৷ তাঁরা সকলেই সুস্থ ও ভালো আছেন। বাড়িতেই রয়েছেন ৷ বয়স্কদের একটু সাবধানে থাকতে হবে ৷ শরীর খারাপ হলে নিজেদেরই আইসোলেশনে রাখতে হবে ৷ সবসময় মাস্ক পড়া উচিত ৷ আমরা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছি ৷"